০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 214

ছবি: সংগৃহীত

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট নাগরিকরা বিভিন্ন ধরনের সংশোধনের আবেদন করতে পারবেন।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় ভোটার ডাটাবেজে যাদের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের তালিকাও প্রকাশ করবে ইসি।

বিজ্ঞাপন

শরিফুল আলম আরও জানান, খসড়া তালিকা প্রকাশের পর ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম কর্তন, ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন উপজেলা/থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসাররা নিষ্পত্তি করবেন ২৪ আগস্টের মধ্যে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

নিউজটি শেয়ার করুন

ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি

আপডেট সময় ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট নাগরিকরা বিভিন্ন ধরনের সংশোধনের আবেদন করতে পারবেন।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় ভোটার ডাটাবেজে যাদের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের তালিকাও প্রকাশ করবে ইসি।

বিজ্ঞাপন

শরিফুল আলম আরও জানান, খসড়া তালিকা প্রকাশের পর ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম কর্তন, ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন উপজেলা/থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসাররা নিষ্পত্তি করবেন ২৪ আগস্টের মধ্যে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।