ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ট্রেন দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও সহযোগিতা চাইল রেলপথ মন্ত্রণালয় বাঁশ কুড়াল খুজতে গিয়ে কিশোরী পা বিচ্ছিন্ন চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ সাজিদ হত্যার ইস্যুতে আজই মামলা, সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট; ইবি উপাচার্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা সুপ্রিম কোর্টে প্রবেশে ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি নির্বাচন পর্যন্ত দেশজুড়ে চলবে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 16

ছবি: সংগৃহীত

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট নাগরিকরা বিভিন্ন ধরনের সংশোধনের আবেদন করতে পারবেন।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় ভোটার ডাটাবেজে যাদের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের তালিকাও প্রকাশ করবে ইসি।

শরিফুল আলম আরও জানান, খসড়া তালিকা প্রকাশের পর ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম কর্তন, ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন উপজেলা/থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসাররা নিষ্পত্তি করবেন ২৪ আগস্টের মধ্যে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

নিউজটি শেয়ার করুন

ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি

আপডেট সময় ০৩:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য সংশোধনের সুযোগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২১ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট নাগরিকরা বিভিন্ন ধরনের সংশোধনের আবেদন করতে পারবেন।

সোমবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় ভোটার ডাটাবেজে যাদের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে এবং যারা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় প্রকাশ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের তালিকাও প্রকাশ করবে ইসি।

শরিফুল আলম আরও জানান, খসড়া তালিকা প্রকাশের পর ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তিদের নাম কর্তন, ঠিকানা পরিবর্তন বা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত। এসব আবেদন উপজেলা/থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসাররা নিষ্পত্তি করবেন ২৪ আগস্টের মধ্যে। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ইসি সূত্রে জানা গেছে, এবারের হালনাগাদে ৪৪ লাখের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।