০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :

অটোপাইলট দুর্ঘটনায় টেসলার বিরুদ্ধে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

 

২০১৯ সালে ফ্লোরিডায় টেসলার অটোপাইলট ব্যবহারে এক তরুণীর মৃত্যুর ঘটনায় আদালত টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে।

২২ বছর বয়সী নাইবেল বেনাভিদেস লিওন গাড়িতে থাকা অবস্থায় ফোন খুঁজছিলেন—এ সময় অটোপাইলট সিস্টেম ব্যর্থ হয়ে দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিচারকদের বোর্ড টেসলাকে ৩৩% দায়ী বলে রায় দেয়। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার হলো শাস্তিমূলক ক্ষতিপূরণ, আর ৪২.৬ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদেয় ক্ষতিপূরণ।

এই রায় প্রথমবারের মতো টেসলার অটোপাইলট প্রযুক্তিকে কেন্দ্র করে কোনো ‘wrongful death’ মামলায় দোষী সাব্যস্ত করল।

টেসলা অবশ্য রায় আপিল করবে বলে জানিয়েছে এবং পুরো দায়ভার চালকের ওপর চাপিয়ে বলেছে—“এই দুর্ঘটনা কোনো প্রযুক্তির পক্ষেই ঠেকানো সম্ভব ছিল না।”

নিউজটি শেয়ার করুন

অটোপাইলট দুর্ঘটনায় টেসলার বিরুদ্ধে ২৪৩ মিলিয়ন ডলারের জরিমানা

আপডেট সময় ১০:১৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

২০১৯ সালে ফ্লোরিডায় টেসলার অটোপাইলট ব্যবহারে এক তরুণীর মৃত্যুর ঘটনায় আদালত টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে।

২২ বছর বয়সী নাইবেল বেনাভিদেস লিওন গাড়িতে থাকা অবস্থায় ফোন খুঁজছিলেন—এ সময় অটোপাইলট সিস্টেম ব্যর্থ হয়ে দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিচারকদের বোর্ড টেসলাকে ৩৩% দায়ী বলে রায় দেয়। এর মধ্যে ২০০ মিলিয়ন ডলার হলো শাস্তিমূলক ক্ষতিপূরণ, আর ৪২.৬ মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রদেয় ক্ষতিপূরণ।

এই রায় প্রথমবারের মতো টেসলার অটোপাইলট প্রযুক্তিকে কেন্দ্র করে কোনো ‘wrongful death’ মামলায় দোষী সাব্যস্ত করল।

টেসলা অবশ্য রায় আপিল করবে বলে জানিয়েছে এবং পুরো দায়ভার চালকের ওপর চাপিয়ে বলেছে—“এই দুর্ঘটনা কোনো প্রযুক্তির পক্ষেই ঠেকানো সম্ভব ছিল না।”