আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন, ৪৫ দিনের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া

- আপডেট সময় ০৯:১৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 21
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে আজ বুধবার (৩০ জুলাই)। আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে নতুন ভর্তি নীতিমালা প্রকাশ করেছে।
এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে, কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। কলেজভেদে ভর্তি ব্যয় ১,৫০০ টাকা থেকে ৮,৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সব ফি রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে এবং অতিরিক্ত ফি নেওয়া যাবে না।
আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিদেশি বোর্ডের ফল নিয়ে ভর্তি হতে হলে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে।
ভর্তির ক্ষেত্রে ৯৩% আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭% আসন মুক্তিযোদ্ধা পরিবার (৫%), শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী (১%) ও অধীনস্থ দপ্তরের কর্মচারীদের সন্তানদের (১%) জন্য সংরক্ষিত থাকবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না থাকলে সেসব আসন মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
সমান জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম নির্ধারণে মোট নম্বর দেখা হবে। নম্বর সমান হলে বিজ্ঞান বিভাগে গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি এবং মানবিক বা ব্যবসায় বিভাগে ইংরেজি, গণিত ও বাংলা নম্বর বিবেচনায় নেওয়া হবে।
নিজ কলেজ থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগে অগ্রাধিকার পাবে। কলেজগুলোকে ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে ভর্তি সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে হবে। ছাড়পত্র ও ভর্তি সংক্রান্ত নথি ১৫ দিনের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, অনুমোদনহীন ক্যাম্পাসে বা বিষয়ে ভর্তি করালে কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল করা হবে। সরকারি কলেজের ক্ষেত্রেও নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, এসএসসি ফল প্রকাশের পর ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করতে হবে।