ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আসন্ন পাকিস্তান সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি পুলিশের ১১০ কর্মকর্তাকে এসআই থেকে ইন্সপেক্টর পদে উত্তরণ পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা” কিশোরগঞ্জে ব্যবসায়ী সৈয়দুর হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার তীব্রতা, দুই পক্ষেই হতাহত ভোটার তালিকা সংযোজনসহ তিনটি অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন অবৈধ ৬২ কোটি টাকার সম্পদের প্রমাণ মিলেছে তারিক সিদ্দিকের: দুদক চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, আটক ১

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ঢাকায় ফেরার পথে তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। হামলাকারীরা সড়ক অবরোধ করে গাড়িগুলোর ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনার পর গোপালগঞ্জ জেলা প্রশাসন জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, এই হামলার প্রতিবাদে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতারা বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা ও সরকারি দল সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। এর ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

এনসিপির পাশাপাশি অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণও ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষক ও প্রশাসন।

 

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির

আপডেট সময় ০৪:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিলের আয়োজন করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হবে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ঢাকায় ফেরার পথে তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা। হামলাকারীরা সড়ক অবরোধ করে গাড়িগুলোর ওপর চড়াও হয়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ ঘটনার পর গোপালগঞ্জ জেলা প্রশাসন জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, এই হামলার প্রতিবাদে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়ে এনসিপি নেতারা বলেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে হামলা ও সরকারি দল সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। এর ফলে অস্থিরতা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

এনসিপির পাশাপাশি অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণও ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে দিকে নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষক ও প্রশাসন।