ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় বৃদ্ধা ও পুত্রবধূকে গলা কেটে হত্যা গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নাহিদ ইসলাম গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু সিরিয়ায় ইসরাইলের তাণ্ডব, তিন দিনে ১৬০ বার বিমান হামলা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ এনসিপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি: প্রেস উইং গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত বেড়ে ৪, গুলিবিদ্ধ আরও ৯ জন কারফিউর ভেতর থমথমে গোপালগঞ্জ, সড়কে এখনও পড়ে আছে সহিংসতার চিহ্ন

মেহেরপুর শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সরফরাজ খান সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। হোটেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরফরাজ খান একজন সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন এবং প্রতিবেশীরা শোকাহত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

স্থানীয় সচেতন মহল ও পথচারীরা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, হোটেল বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

মেহেরপুরের এই সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে শৃঙ্খলার অভাব কতটা প্রাণঘাতী হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে এমনটাই আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।

 

নিউজটি শেয়ার করুন

মেহেরপুর শহরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় ০১:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় ট্রাকচাপায় সরফরাজ খান সোনা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সরফরাজ খান সকালে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন। হোটেল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত সটকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সরফরাজ খান একজন সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন এবং প্রতিবেশীরা শোকাহত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হলেও, পুলিশ সবদিক খতিয়ে দেখছে।

স্থানীয় সচেতন মহল ও পথচারীরা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, হোটেল বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

মেহেরপুরের এই সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করলো, সড়কে শৃঙ্খলার অভাব কতটা প্রাণঘাতী হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ না থাকলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে এমনটাই আশঙ্কা করছেন সচেতন নাগরিকরা।