ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আইন উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 11

ছবি: সংগৃহীত

 

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৬ জনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই-২৪’ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশ্বস্ত করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন হবে।

সোমবার (১৪ জুলাই) সকালে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় তিনি আরও বলেন, “বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে। শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিচার সম্পন্ন করতে হবে।”

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ একটি পরিবারের মতো থাকুন। স্থানীয়ভাবে অনেক জায়গায় হত্যা ও চাঁদাবাজি হচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে, এদের প্রতিরোধ করা সম্ভব। প্রশাসন আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পরিবেশকর্মী রেজওয়ানা হাসান। তারা বলেন, “তরুণ প্রজন্মের সামনে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে আমরা দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করছি। শুধু তাই নয়, গণভবনকে ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তর করা হয়েছে এবং শহীদদের কবরগুলো সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

আলোচকরা জানান, জুলাই অভ্যুত্থান গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবগাঁথা অধ্যায়। শহীদদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়, সে জন্যই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, স্মরণ এবং দৃঢ় অঙ্গীকার নির্যাতনের বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার। বক্তারা বলেন, এ বিচার শুধু আইনি নয়, এটি জাতির প্রতি নৈতিক দায়।

এই উদ্বোধনী অনুষ্ঠান ও উপদেষ্টাদের বার্তায় উপস্থিত জনগণ আশাবাদী হয়ে ওঠে যে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শহীদদের আত্মত্যাগের মূল্য প্রতিষ্ঠা পাবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আইন উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ ৫৬ জনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ৫ আগস্টের আগেই ‘জুলাই-২৪’ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশ্বস্ত করেন, অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন হবে।

সোমবার (১৪ জুলাই) সকালে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় তিনি আরও বলেন, “বিচার দ্রুত গতিতে এগিয়ে চলছে। শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিচার সম্পন্ন করতে হবে।”

তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, “জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ একটি পরিবারের মতো থাকুন। স্থানীয়ভাবে অনেক জায়গায় হত্যা ও চাঁদাবাজি হচ্ছে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে, এদের প্রতিরোধ করা সম্ভব। প্রশাসন আপনাদের পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পরিবেশকর্মী রেজওয়ানা হাসান। তারা বলেন, “তরুণ প্রজন্মের সামনে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে আমরা দেশের বিভিন্ন স্থানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করছি। শুধু তাই নয়, গণভবনকে ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তর করা হয়েছে এবং শহীদদের কবরগুলো সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।”

আলোচকরা জানান, জুলাই অভ্যুত্থান গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবগাঁথা অধ্যায়। শহীদদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়, সে জন্যই এইসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানজুড়ে ছিল শ্রদ্ধা, স্মরণ এবং দৃঢ় অঙ্গীকার নির্যাতনের বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠার। বক্তারা বলেন, এ বিচার শুধু আইনি নয়, এটি জাতির প্রতি নৈতিক দায়।

এই উদ্বোধনী অনুষ্ঠান ও উপদেষ্টাদের বার্তায় উপস্থিত জনগণ আশাবাদী হয়ে ওঠে যে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং শহীদদের আত্মত্যাগের মূল্য প্রতিষ্ঠা পাবে।