০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

 

 

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতার সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৭ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার মাউশির এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী আগস্টের শুরুতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার। উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার, দ্বিতীয় ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে আরও বড় পুরস্কার প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা।

সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বিজয়ী দুটি প্রতিষ্ঠান পাবে ৫ লাখ টাকা করে পুরস্কার।

চিঠি অনুযায়ী, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি বিজয়ী প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটিকে জানাবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটির কাছে বিজয়ীদের তালিকা পাঠাতে হবে।

বিজয়ী প্রতিযোগীদের নাম ও গ্রাফিতি চিত্র jullyforever.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের জন্য বরাদ্দও নির্ধারণ করা হয়েছে উপজেলা পর্যায়ে ৩০ হাজার, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা।

শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পুরস্কার নয়, নিজের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগও পাবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা দিয়ে মাউশির চিঠি

আপডেট সময় ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

 

জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিযোগিতার সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য মহানগর, জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে ৭ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত রোববার মাউশির এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, আগামী আগস্টের শুরুতেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার। উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার, দ্বিতীয় ৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের জন্য থাকছে আরও বড় পুরস্কার প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা।

সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বিজয়ী দুটি প্রতিষ্ঠান পাবে ৫ লাখ টাকা করে পুরস্কার।

চিঠি অনুযায়ী, উপজেলা ও মহানগর পর্যায়ের কমিটি ১৫ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি বিজয়ী প্রতিষ্ঠানের নাম জেলা কমিটির কাছে পাঠাবে। এরপর জেলা কমিটি ১৯ থেকে ২০ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করে তিনটি প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিটিকে জানাবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ২২ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটির কাছে বিজয়ীদের তালিকা পাঠাতে হবে।

বিজয়ী প্রতিযোগীদের নাম ও গ্রাফিতি চিত্র jullyforever.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনের জন্য বরাদ্দও নির্ধারণ করা হয়েছে উপজেলা পর্যায়ে ৩০ হাজার, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা।

শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পুরস্কার নয়, নিজের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগও পাবে।