ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হানিফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুর্নীতির মামলা, সম্পদ বিবরণী চেয়ে আইনি নোটিশ বঙ্গোপসাগরে ভারতীয় দুই ট্রলারসহ ৩৪ জেলে আটক শুধু বাহক নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে গুপ্তচর চিপ! দাবি ইরানের। ইউক্রেনে সেনা খসড়ায় স্বয়ংক্রিয় প্রযুক্তি: ১৭-২৫ বছরের তরুণদের জন্য পালানোর আর পথ নেই। রাশিয়ার “মেগা-অফেনসিভ” পরিকল্পনা, সঙ্গে থাকছে ৩০,০০০ উত্তর কোরিয়ান সেনা অপরাধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী বরখাস্ত আমাদের উজানের দেশ, তথ্য না দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন: পরিবেশ উপদেষ্টা সর্দি কাশি নিরাময়ে লবঙ্গের ৭টি স্বাস্থ্য উপকারিতা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা

নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 7

ছবি: সংগৃহীত

 

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “রাজনীতি, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীদের একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি এবং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৩তম দিনের বৈঠকের শুরুতেই তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “গত বছরের ১৪ জুলাই ছিল একটি ঐতিহাসিক দিন। গণঅভ্যুত্থানের পথঘাট সেদিন নতুন মোড় নেয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যে প্রতিবাদে মুখর হয়েছিলেন, তা ছিল নারী অবমাননার বিরুদ্ধে গর্জে ওঠা এক প্রজন্মের সাহসী আওয়াজ। এই ঘটনাই প্রমাণ করে, নারীকে যথাযথ সম্মান না দিলে কিংবা দমন করার চেষ্টা করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই পিছিয়ে পড়বে।”

বৈঠকে নারীর সংসদীয় আসনের সংখ্যা বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক আলোচনা হবে এবং শেষ পর্যন্ত একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. রীয়াজ।

তিনি আরও বলেন, “নারীর অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা গুরুত্বপূর্ণ। এই সংলাপের মাধ্যমে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি হতে পারে, যা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোতে নারীর অবস্থানকে আরও দৃঢ় করবে।”

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই জাতীয় সংলাপের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি নারী নেতৃত্বের পথ সুগম হবে বলেও মত দেন বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক।

নারীর মর্যাদা, সমতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাষ্ট্রীয় নীতিনির্ধারণে নারীর সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, “রাজনীতি, সংসদ এবং রাষ্ট্র পরিচালনায় নারীদের একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি এবং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”

সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৩তম দিনের বৈঠকের শুরুতেই তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “গত বছরের ১৪ জুলাই ছিল একটি ঐতিহাসিক দিন। গণঅভ্যুত্থানের পথঘাট সেদিন নতুন মোড় নেয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যে প্রতিবাদে মুখর হয়েছিলেন, তা ছিল নারী অবমাননার বিরুদ্ধে গর্জে ওঠা এক প্রজন্মের সাহসী আওয়াজ। এই ঘটনাই প্রমাণ করে, নারীকে যথাযথ সম্মান না দিলে কিংবা দমন করার চেষ্টা করলে সমাজ ও রাষ্ট্র উভয়ই পিছিয়ে পড়বে।”

বৈঠকে নারীর সংসদীয় আসনের সংখ্যা বৃদ্ধি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গঠনমূলক আলোচনা হবে এবং শেষ পর্যন্ত একটি ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. রীয়াজ।

তিনি আরও বলেন, “নারীর অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা গুরুত্বপূর্ণ। এই সংলাপের মাধ্যমে একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি হতে পারে, যা ভবিষ্যতের রাষ্ট্র কাঠামোতে নারীর অবস্থানকে আরও দৃঢ় করবে।”

রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এই জাতীয় সংলাপের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি নারী নেতৃত্বের পথ সুগম হবে বলেও মত দেন বিশিষ্ট এই রাজনৈতিক বিশ্লেষক।

নারীর মর্যাদা, সমতা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাষ্ট্রীয় নীতিনির্ধারণে নারীর সক্রিয় ও সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তাঁরা।