ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আবু সাঈদ হত্যা ও ৬ লাশ পোড়ানোর মামলায় ১৯ আসামি ট্রাইব্যুনালে হাজির উইম্বলডনের রানি শিয়াওতেক, ইতিহাস গড়লেন দাপুটে জয় দিয়ে সোহাগ হত্যাকাণ্ড বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে: ব্যারিস্টার রুমিন ফারহানা টানা পঞ্চম ম্যাচে জোড়া গোলের কীর্তি, নতুন উচ্চতায় লিওনেল মেসি তরুণ প্রজন্ম এখন আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ২ বৈশ্বিক চ্যালেঞ্জের মাঝেও তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি ১১ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: অভিযোগ মির্জা আব্বাসের গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহত ১১০ ফিলিস্তিনি

ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

 

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও যৌথ পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন বসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৫ ও ১৬ জুলাই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।

এই সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করবে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা জানিয়েছেন, ‘হেগ গ্রুপ’ গঠনের পর বিশ্বব্যাপী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা বাড়ছে। তিনি বলেন, “বোগোটা সম্মেলনের মাধ্যমে আমরা একটি শক্ত বার্তা দিতে চাই কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবহীন থাকতে পারে না।”

ইসরায়েলের বিরুদ্ধে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন গাজায় তাদের সামরিক অভিযানে মৃতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি অনাহারে রয়েছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করছে।

কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “ফিলিস্তিনি গণহত্যা বৈচিত্র্য ও বহুত্ববাদের জন্য হুমকি। জাতিগত নিধনের বিরুদ্ধে কলম্বিয়া কখনও নীরব থাকতে পারে না।”

বৈঠকে যোগদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

হেগ জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের মতো রাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধের জন্য দায়বদ্ধ করা এবং ভুক্তভোগী জনগণের ন্যায্যতা নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের সম্ভাবনা তৈরি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ

আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ও যৌথ পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বোগোটায় এক জরুরি আন্তর্জাতিক সম্মেলন বসছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৫ ও ১৬ জুলাই এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে অন্তত ২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে।

এই সম্মেলনের আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে। এতে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক কাঠামোর আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা করবে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোনাল্ড লামোলা জানিয়েছেন, ‘হেগ গ্রুপ’ গঠনের পর বিশ্বব্যাপী আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা বাড়ছে। তিনি বলেন, “বোগোটা সম্মেলনের মাধ্যমে আমরা একটি শক্ত বার্তা দিতে চাই কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবহীন থাকতে পারে না।”

ইসরায়েলের বিরুদ্ধে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন গাজায় তাদের সামরিক অভিযানে মৃতের সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি অনাহারে রয়েছে। বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করছে।

কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “ফিলিস্তিনি গণহত্যা বৈচিত্র্য ও বহুত্ববাদের জন্য হুমকি। জাতিগত নিধনের বিরুদ্ধে কলম্বিয়া কখনও নীরব থাকতে পারে না।”

বৈঠকে যোগদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

হেগ জোটের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের মতো রাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধের জন্য দায়বদ্ধ করা এবং ভুক্তভোগী জনগণের ন্যায্যতা নিশ্চিত করা।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের সম্ভাবনা তৈরি হচ্ছে।