২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম

- আপডেট সময় ০৬:২২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি ভেবেছিল ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের প্রতীক, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।
শনিবার (১২ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা-খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৫ আগস্ট জাতীয় সরকারের প্রস্তাব দিয়ে বলেছিলাম আসুন, দেশকে নতুন করে গড়ে তুলি। বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে একত্র হই। কিন্তু তারা (বিএনপি) সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তারা কখনো বলেছে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কখনো বলেছে ছয় মাসের মধ্যে। কিন্তু দেশ সংস্কারে, জাতীয় ঐক্যে বা পুনর্গঠনে তাদের কোনো আন্তরিকতা আমরা দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই। জনগণের স্বার্থ নয়, বরং নিজেদের স্বার্থেই তারা রাজনীতি করছে।’
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল, চিকিংসক তাসনীম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
পথসভা শেষে এনসিপির নেতারা সাতক্ষীরা সরকারি হাইস্কুলে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশ নেন, যেখানে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেন এবং সহমর্মিতা জানান।
এর আগে আমতলা মোড় থেকে একটি পদযাত্রা বের হয়, যা শহীদ আসিফ চত্বরে এসে শেষ হয়।
পথসভা ও পদযাত্রাকে ঘিরে এলাকায় বিপুল জনসমাগম ঘটে। নেতারা বলেন, জনগণই হচ্ছে পরিবর্তনের মূল শক্তি আর সেই শক্তিকে সম্মান জানিয়ে এনসিপি এগিয়ে যেতে চায় দেশের কল্যাণে।