ফ্যাসিস্ট হাসিনার পতনের মতোই চাঁদাবাজদেরও বিদায় করবে জনগণ: ছাত্রশিবির

- আপডেট সময় ০৪:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 11
চাঁদাবাজি, সন্ত্রাস ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ। শনিবার (১২ জুলাই) ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে শেষ হওয়া এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা।
মিছিলে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমসহ আরও অনেক নেতৃবৃন্দ।
মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি সিবগাতুল্লাহ বলেন, “গতকালের হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। একজন মানুষ কীভাবে আরেকজনকে এত নির্মমভাবে হত্যা করতে পারে তা ভাবতেই গা শিউরে ওঠে। দেশের প্রতিটি অঞ্চলে চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয় কোন্দলে সাধারণ মানুষের জীবন এখন নিরাপত্তাহীনতার মধ্যে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতি চলতে থাকলে জুলাই মাস আবারও রক্তাক্ত হবে। ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী আচরণের জবাব দেবে। জনগণ যেমন একদিন স্বৈরশাসক হাসিনাকে বিতাড়িত করেছিল, তেমনি এই চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরও প্রতিহত করবে।”
সমাবেশে বক্তারা সরকারের উদাসীনতা ও অপরাধীদের প্রশ্রয় দেওয়াকেই দেশের ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করেন। তারা জনগণকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত বুধবার (১১ জুলাই) বিকালে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে প্রকাশ্যে পাথর দিয়ে সোহাগ নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।
ছাত্রশিবিরের এই বিক্ষোভ কর্মসূচি রাজধানীবাসীর নজর কাড়ে এবং চলমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।