ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচনের অভাবেই দেশে অস্থিরতা, দুর্নীতির সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা: মির্জা ফখরুল সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা নতুন যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়নের ঘোষণা, বাতিল পুরনো নীতি: ফয়েজ আহমদ তৈয়্যব ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বোগোটায় বৈঠকে ২০টির বেশি দেশ “দেশ এখনও সম্পূর্ণ ফ্যাসিবাদমুক্ত নয়”: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান শুল্কযুদ্ধের ছায়ায় কফি-কমলার বাজার, দুশ্চিন্তায় ব্রাজিল-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২-৩টি আসনের প্রস্তাব ও ক্ষমতার লোভ দেখিয়ে এনসিপি কেনার সাধ্য কারো নেই: নাহিদ ইসলাম গণতন্ত্রকে বিপথে নিতে সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে: ১২ দলীয় জোট প্রধান ব্যবসায়ী সোহাগ হত্যা: টিটন গাজীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, “মিটফোর্ডে সোহাগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিচার বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। তবে তারা কোনোভাবেই দায়িত্বহীন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক এবং সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “আমরা বারবার অনুরোধ করছি, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়। কোনো অপরাধ বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “যদি বাহিনী কঠোর না হতো, তাহলে কীভাবে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো? এমনকি কাঠমান্ডুর বিমানের ঘটনায় যে নারী টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যারা সহায়তা করেছে তারাও আইনের আওতায় এসেছে।”

তিনি বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই দ্রুত অ্যাকশন নিচ্ছি। কোথাও কোথাও দেরি হলেও আমরা কোনো ঘটনাকেই অবহেলা করছি না। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অপরাধ দমন ও বিচারে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।