ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-বাণিজ্য নিয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়েছে: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক সম্পন্ন হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তিন দিনব্যাপী এই আলোচনার প্রথম দিনেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

প্রথম দিনের আলোচনা শেষে প্রেস সচিব বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারও এই বৈঠক চলবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এরও আগে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বেশ কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিল। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন। পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হতে পারে। আগামী দিনের বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন নজর সবার।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক-বাণিজ্য নিয়ে প্রথম দিন বিস্তারিত আলোচনা হয়েছে: প্রেস সচিব

আপডেট সময় ০১:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক সম্পন্ন হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। তিন দিনব্যাপী এই আলোচনার প্রথম দিনেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

প্রথম দিনের আলোচনা শেষে প্রেস সচিব বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারও এই বৈঠক চলবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

এরও আগে, গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বেশ কিছু দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিল। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখে ট্রাম্প প্রশাসন। পূর্বে বাংলাদেশি পণ্যের ওপর গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, এই আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হতে পারে। আগামী দিনের বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসে, সে দিকেই এখন নজর সবার।