গুজরাটে সেতু ধসে ৯ জনের মর্মান্তিক প্রাণহানি, আহত আরও ৬

- আপডেট সময় ০৪:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 4
গুজরাটের বড়োদরা জেলার গাম্ভীরা সেতুর একটি অংশ বুধবার সকালে হঠাৎ ধসে পড়ে, এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। সেতুটি মহিসাগর নদীর ওপর নির্মিত এবং এটি পাদরা-মুজপুর সড়কের অংশ, যা মধ্য গুজরাট ও সৌরাষ্ট্র অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে। তবে কিছু সূত্রে নিহতের সংখ্যা ১০ জন বলেও উল্লেখ করা হয়েছে।
বড়োদরা জেলার গ্রামীণ পুলিশ সুপার রোহন আনন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, বড়োদরা জেলার সংসদ সদস্য মিতেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “উদ্ধারকাজ এখনও চলমান। বড়োদরা ও আনন্দ জেলার প্রশাসনিক কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করছেন।”
ফায়ার সার্ভিসের তথ্যমতে, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সেতু ধসের ঘটনা ঘটে। ধসে পড়ার সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং একটি প্রাইভেট কার সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। মুহূর্তেই তিনটি যানবাহন নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ ও জরুরি সেবাগুলোকে খবর দেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী অভিযান শুরু করে।
সেতুটি বড়োদরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং সৌরাষ্ট্রমুখী যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত।
দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে টুইটে বলেন, “গুজরাটের বড়োদরা জেলায় সেতু ধসে প্রাণহানির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।” তিনি নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, “প্রধানমন্ত্রী বিদেশ সফরের মাঝেও আমাকে ফোন করে ঘটনার খোঁজখবর নেন এবং নিহতদের প্রতি গভীর শোক জানান।”
দুর্ঘটনার পরই চার দশক পুরোনো এই সেতু ও অনুরূপ পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, পুরোনো সেতুগুলোর নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের অভাবেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে এবং রাজ্য সরকার ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া