১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে আমরা কোনো বক্তব্য করিনি: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 133

ছবি সংগৃহীত

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে তারা কোনো বক্তব্য দেননি। তবে বিচার ও সংস্কারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।

সোমবার বেলা ১১টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে হবে এটাই আমাদের দাবি। যদি সেটি বাস্তবায়ন না হয়, তবে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

বিজ্ঞাপন

একই সময়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে খাটো করা হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের লড়াইকে মবতন্ত্র আখ্যা দেয়া হচ্ছে, যারা বিপ্লব করেছেন তাদের হত্যার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। এ কারণে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। সেই স্বীকৃতি আদায়ের জন্য ৩ আগস্ট ঢাকায় আবারও মানুষ জড়ো হবে।”

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে তারা। আজ এ কর্মসূচির সপ্তম দিন। ইতোমধ্যেই ১৩টি জেলা শেষ করে পদযাত্রার এই বহর রাজশাহী থেকে নতুন করে যাত্রা শুরু করেছে। রাজশাহী থেকে রওনা হয়ে আজ দলটি বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করবে বলে জানানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “এই পথযাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলা, তাদের দাবির প্রতি সমর্থন আদায় করা এবং সরকারের ওপর চাপ তৈরি করাই আমাদের লক্ষ্য। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষার জন্যই আমরা জুলাই সনদ দাবি করছি।”

দলটির নেতারা জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে তাদের আন্দোলনের নতুন দিকনির্দেশনা ঘোষণা করা হবে। এর আগে সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট প্রতিশ্রুতি না এলে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে আমরা কোনো বক্তব্য করিনি: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে তারা কোনো বক্তব্য দেননি। তবে বিচার ও সংস্কারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।

সোমবার বেলা ১১টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে হবে এটাই আমাদের দাবি। যদি সেটি বাস্তবায়ন না হয়, তবে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

বিজ্ঞাপন

একই সময়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, “আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে খাটো করা হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের লড়াইকে মবতন্ত্র আখ্যা দেয়া হচ্ছে, যারা বিপ্লব করেছেন তাদের হত্যার ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, মিডিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে জনমত তৈরি করা হচ্ছে। এ কারণে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। সেই স্বীকৃতি আদায়ের জন্য ৩ আগস্ট ঢাকায় আবারও মানুষ জড়ো হবে।”

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে তারা। আজ এ কর্মসূচির সপ্তম দিন। ইতোমধ্যেই ১৩টি জেলা শেষ করে পদযাত্রার এই বহর রাজশাহী থেকে নতুন করে যাত্রা শুরু করেছে। রাজশাহী থেকে রওনা হয়ে আজ দলটি বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করবে বলে জানানো হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “এই পথযাত্রার মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলা, তাদের দাবির প্রতি সমর্থন আদায় করা এবং সরকারের ওপর চাপ তৈরি করাই আমাদের লক্ষ্য। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষার জন্যই আমরা জুলাই সনদ দাবি করছি।”

দলটির নেতারা জানান, আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে তাদের আন্দোলনের নতুন দিকনির্দেশনা ঘোষণা করা হবে। এর আগে সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার স্পষ্ট প্রতিশ্রুতি না এলে আন্দোলন আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।