বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

- আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 10
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।
এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।
গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।
এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।