ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূলে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আপডেট সময় ০১:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে, যা আজ সোমবারও কার্যকর রয়েছে।

এদিকে দেশের সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলে ঘণ্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। আজ দুপুর একটার মধ্যে এসব এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে গতকাল থেকেই উপকূলীয় জেলাগুলোয় বৃষ্টির প্রবণতা বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে, যেখানে ১৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১৫টি আবহাওয়া স্টেশনের মধ্যে ১৩টিতে, খুলনার সাতটির মধ্যে পাঁচটিতে এবং বরিশালের চারটি স্টেশনের সবকটিতেই গতকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বরিশালে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আজও দেশের বিভিন্ন স্থানে ছেঁড়া ছেঁড়া বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানীতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে তিনি জানান।

গত জুন মাসে দেশে প্রায় ২০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসের শুরু থেকে উপকূলীয় জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হলেও দেশের অন্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মেঘমালা উপকূলীয় এলাকায় আটকে থাকছে এবং বাতাসের গতিবেগের কারণে তা দেশের মধ্যাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না।

এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীতে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আজও রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।