দুই পৃথক কর্মসূচিতে অংশ নিতে আজ সিলেট যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা

- আপডেট সময় ১২:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 12
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল আজ সোমবার (৭ জুলাই) সিলেটে যাচ্ছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এছাড়া দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতারা।
সিলেটে মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
তিনি জানান, সিলেটে পৌঁছানোর পর প্রথমে পবিত্র মাজার জিয়ারত করবেন কেন্দ্রীয় নেতারা। পরে সকাল ১১টায় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তারা।
দোয়া মাহফিল শেষে একই স্থানে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় নেতাদের এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সিলেটের বিভিন্ন স্থানে নেতাদের স্বাগত জানাতে আয়োজন চলছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় মির্জা ফখরুল ও অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, এ সফরের মাধ্যমে নেতারা দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের পাশাপাশি নেতাকর্মীদের মনোবল চাঙা করার চেষ্টা করবেন।