তিন বিভাগে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস, পাহাড় ধসের শঙ্কা

- আপডেট সময় ১২:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 12
দেশের তিনটি বিভাগে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে।
এ ধরনের প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব এলাকায় ইতিমধ্যেই ভূমি দুর্বল হয়ে পড়েছে, সেখানে ঝুঁকি বেশি থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। টানা ভারি বর্ষণে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে যেতে পারে, ফলে জনদুর্ভোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ সক্রিয় রয়েছে, যা এ ধরনের ভারি বৃষ্টিপাতের মূল কারণ। সাগরে নিম্নচাপের প্রভাবও কিছুটা সক্রিয় রয়েছে, ফলে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কারসহ জলাবদ্ধতা মোকাবিলায় জরুরি টিম প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি নজরে রেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি, আবহাওয়ার সর্বশেষ খবরে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।