ইয়েমেনের হোদেইদাহ এলাকায় ইসরায়েলের ২০ টি হামলা

- আপডেট সময় ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 10
ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম ইয়েমেনের হোদেইদাহ এলাকায় অন্তত ২০টি হামলা চালিয়েছে। রবিবার হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা এবং আস-সালিফ বন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে।
এর আগে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকায় হামলার হুমকি দিয়েছিল। সেই ধারাবাহিকতায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে হোদেইদাহ অঞ্চলে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জাহাজ রয়েছে, যা দুই বছর আগে হুতি গোষ্ঠী দখল করে নিয়েছিল।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হোদেইদাহ, রাস ইসা এবং আস-সালিফ বন্দর থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। এছাড়া হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রকেও তাদের হামলার তালিকায় রাখা হয়।
হুতি বিদ্রোহীরা দাবি করেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে। সেই সঙ্গে ইসরায়েলে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা।
প্রসঙ্গত, ইয়েমেনে চলমান সংঘাত ও হুতিদের কার্যক্রমে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জাহাজ চলাচলও ঝুঁকির মধ্যে পড়েছে। এই অবস্থায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: প্রেস টিভি