ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারা দেশের হাওর, বাঁওড়, বিল, জলাশয়সহ সকল জলমহালে ইজারা পদ্ধতি নিয়ে নানা জটিলতা রয়েছে। তিনি ঘোষণা দেন, এই জটিলতা নিরসনে সরকার জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে।

রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “যেখানে প্রকৃত মৎস্যজীবীরা আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার তাদেরই থাকবে।”

এ সময় উপদেষ্টা জুলাই মাসের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, দেশের ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে বড় পরিবর্তন এনেছে। এখন তাদের জন্য কর্মসংস্থান ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, “যদি তা না পারি, তাহলে সেটি আমাদের ব্যর্থতা হিসেবেই গণ্য হবে।”

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এবং জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান।

এর আগে সকালে উপদেষ্টা ফরিদা আখতার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের নিয়ে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ক উঠান বৈঠকে অংশ নেন। পরে তিনি জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।

উল্লেখ্য, সরকারের সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন, সুষ্ঠু জলাশয় ব্যবস্থাপনা এবং মৎস্যসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে নানা কার্যক্রম চলছে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।

প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা এবং জলমহাল ইজারা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

নিউজটি শেয়ার করুন

জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা

আপডেট সময় ০৬:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারা দেশের হাওর, বাঁওড়, বিল, জলাশয়সহ সকল জলমহালে ইজারা পদ্ধতি নিয়ে নানা জটিলতা রয়েছে। তিনি ঘোষণা দেন, এই জটিলতা নিরসনে সরকার জলমহাল ইজারা নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে।

রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, “যেখানে প্রকৃত মৎস্যজীবীরা আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার তাদেরই থাকবে।”

এ সময় উপদেষ্টা জুলাই মাসের আন্দোলনের কথা স্মরণ করে বলেন, দেশের ছাত্র-যুবক ও তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে বড় পরিবর্তন এনেছে। এখন তাদের জন্য কর্মসংস্থান ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, “যদি তা না পারি, তাহলে সেটি আমাদের ব্যর্থতা হিসেবেই গণ্য হবে।”

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ এবং জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান।

এর আগে সকালে উপদেষ্টা ফরিদা আখতার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোলট্রি খামারিদের নিয়ে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ক উঠান বৈঠকে অংশ নেন। পরে তিনি জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।

উল্লেখ্য, সরকারের সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা উন্নয়ন, সুষ্ঠু জলাশয় ব্যবস্থাপনা এবং মৎস্যসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে নানা কার্যক্রম চলছে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।

প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা এবং জলমহাল ইজারা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।