দুই লাল কার্ডের নাটকে ৯ জন নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি

- আপডেট সময় ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 5
ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে বায়ার্নের তারকা জামাল মুসিয়ালার ভয়াবহ চোট এবং পিএসজির দুই খেলোয়াড়ের লাল কার্ডের ঘটনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য হলেও উত্তেজনায় ভরপুর। অর্ধের শেষের দিকে বায়ার্নের ডায়োত উপামেকানো গোল করলেও ভিএআরের কারণে অফসাইড ধরে বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পরই ঘটে ম্যাচের সবচেয়ে দুঃখজনক ঘটনা। বল দখলের সময় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার সঙ্গে সংঘর্ষে পড়ে মারাত্মক চোট পান জামাল মুসিয়ালা। মাঠেই যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাকে, এবং অবশেষে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই তরুণ তারকাকে। মুহূর্তটি দুই দলের খেলোয়াড়দেরকেও আবেগাপ্লুত করে তোলে।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় পিএসজি। ৭৮তম মিনিটে দিজের দুয়ে বাঁ পায়ের নিচু শটে জালের ঠিকানা খুঁজে পেয়ে দলকে এগিয়ে নেন। কিন্তু গোলের পর পরিস্থিতি জটিল হয়ে যায়। ৮২ মিনিটে বাজে ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখে উইলিয়ান পাচো, আর ৮৯ মিনিটে লুকাস হের্নান্দেজও লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে নয়জনের দলে পরিণত হয় পিএসজি।
তবুও লুইস এনরিকের শিষ্যরা হাল ছাড়েননি। ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিআক্রমণ থেকে বদলি খেলোয়াড় ওসমান দেম্বেলে আশরাফ হাকিমির পাস পেয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং দলকে নিশ্চিত জয়ের স্বাদ এনে দেন।
শেষ সময়ে বায়ার্নের হ্যারি কেইনের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বায়ার্ন পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি অ্যান্থনি টেইলর ভিএআর দেখে তা নাকচ করে দেন।
সব মিলিয়ে দুই লাল কার্ড, একটি গুরুতর ইনজুরি, বাতিল হওয়া গোল ও বিতর্কিত পেনাল্টি সবকিছুর মধ্যেই পিএসজি দেখিয়েছে দৃঢ় মানসিকতা, যা তাদের ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।