ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজায় আরও ৭৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ বেশ কয়েকটি এলাকায় টানা হামলা চালিয়েছে। এসব হামলার ফলে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও দখলদার বাহিনী গাজার সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯৫৭ ছাড়িয়ে গেছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। হাসপাতাল, আবাসিক ভবন, স্কুল, বাজারসহ নানা স্থাপনা ধ্বংস হয়ে পড়েছে। ফলে পুরো উপত্যকায় চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সতর্কতায় বলা হয়েছে, খাদ্য, পানি ও ওষুধের সংকটে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

সাম্প্রতিক এই হামলার মধ্যেই মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, দখলদার বাহিনী এখনও সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকেও প্রশ্নের মুখে ফেলছে।

গাজার মানুষের জীবন যেন প্রতিদিনই নতুন করে আতঙ্ক আর শোকের মধ্যে ডুবে যাচ্ছে। শিশুদের কান্না, ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খোঁজ, আহতদের আর্তনাদ সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে গাজাবাসীর মুক্তি মিলবে না।

সূত্র: আলজাজিরা

 

নিউজটি শেয়ার করুন

গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৭৮ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজায় আরও ৭৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ বেশ কয়েকটি এলাকায় টানা হামলা চালিয়েছে। এসব হামলার ফলে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও দখলদার বাহিনী গাজার সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা অব্যাহত রেখেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৯৫৭ ছাড়িয়ে গেছে। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ইসরায়েলি হামলায় গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। হাসপাতাল, আবাসিক ভবন, স্কুল, বাজারসহ নানা স্থাপনা ধ্বংস হয়ে পড়েছে। ফলে পুরো উপত্যকায় চরম মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সতর্কতায় বলা হয়েছে, খাদ্য, পানি ও ওষুধের সংকটে গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

সাম্প্রতিক এই হামলার মধ্যেই মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, দখলদার বাহিনী এখনও সাধারণ মানুষের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধবিরতির সম্ভাবনাকেও প্রশ্নের মুখে ফেলছে।

গাজার মানুষের জীবন যেন প্রতিদিনই নতুন করে আতঙ্ক আর শোকের মধ্যে ডুবে যাচ্ছে। শিশুদের কান্না, ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খোঁজ, আহতদের আর্তনাদ সব মিলিয়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো হস্তক্ষেপ ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে গাজাবাসীর মুক্তি মিলবে না।

সূত্র: আলজাজিরা