ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা জলমহাল নীতিমালা পরিবর্তন করে প্রকৃত মৎস্যজীবীদের পাবে অগ্রাধিকার: প্রাণিসম্পদ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক পেতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে ১১ জন মেয়ে ও ১৩৫ জন শিশু: শারমিন মুরশিদ চীন ও তুরস্কের সহায়তার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করল পাকিস্তান লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের বড় দৃষ্টান্ত: আসিফ মাহমুদ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৫৪ জন গ্রেপ্তার সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত গাজীপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি, সমর্থকদের উল্লাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, আশুরার শিয়া উৎসবের একদিন আগে শনিবার তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানান তিনি।

গত ১৩ জুন ইসরাইলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের সময় খামেনির সর্বশেষ কণ্ঠ শোনা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে, যেখানে তিনি ইরানিদের ধৈর্য রাখতে আহ্বান জানান। ওই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল কোনো পূর্বঘোষণা ছাড়াই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করলে, ইরানও পাল্টা বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।

প্রায় ১২ দিন ধরে চলা এই সংঘাতের সময় খামেনি তিনবার টিভিতে ভিডিও বার্তায় উপস্থিত হলেও, গুজব ছড়িয়েছিল যে তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে আছেন।

শনিবার সরাসরি অনুষ্ঠানে খামেনিকে দেখে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, তিনি সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ঘুরে ‘হে ইরান, জাতীয় সঙ্গীত গাও’ বলে অনুরোধ করেন। এই দেশাত্মবোধক গানটি ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে।

অন্যদিকে, ইরানি টেলিভিশন জনগণকে খামেনির এই জনসমক্ষে উপস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠানোর আহ্বান জানিয়েছে।

এর আগে ২৬ জুন রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত পূর্ব-রেকর্ড করা এক ভাষণে খামেনি জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরাইলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না।

প্রসঙ্গত, প্রায় ১২ দিনের সংঘাতের পর ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়।

 

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরাইল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি, সমর্থকদের উল্লাস

আপডেট সময় ১০:০৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, আশুরার শিয়া উৎসবের একদিন আগে শনিবার তেহরানের একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানান তিনি।

গত ১৩ জুন ইসরাইলের সঙ্গে শুরু হওয়া সংঘাতের সময় খামেনির সর্বশেষ কণ্ঠ শোনা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে, যেখানে তিনি ইরানিদের ধৈর্য রাখতে আহ্বান জানান। ওই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল কোনো পূর্বঘোষণা ছাড়াই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করলে, ইরানও পাল্টা বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।

প্রায় ১২ দিন ধরে চলা এই সংঘাতের সময় খামেনি তিনবার টিভিতে ভিডিও বার্তায় উপস্থিত হলেও, গুজব ছড়িয়েছিল যে তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে আছেন।

শনিবার সরাসরি অনুষ্ঠানে খামেনিকে দেখে সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, তিনি সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ঘুরে ‘হে ইরান, জাতীয় সঙ্গীত গাও’ বলে অনুরোধ করেন। এই দেশাত্মবোধক গানটি ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ভিডিওটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে ধারণ করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে।

অন্যদিকে, ইরানি টেলিভিশন জনগণকে খামেনির এই জনসমক্ষে উপস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠানোর আহ্বান জানিয়েছে।

এর আগে ২৬ জুন রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত পূর্ব-রেকর্ড করা এক ভাষণে খামেনি জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরাইলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না।

প্রসঙ্গত, প্রায় ১২ দিনের সংঘাতের পর ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়।