দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬

- আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 6
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়। ফলে এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশে করোনায় মোট ২৯ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৪ জন।
এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন মানুষ। এ বছরের জানুয়ারি থেকে নতুন করে শনাক্ত হয়েছেন ৬২৯ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি অবহেলার সুযোগ নেই। বর্ষা মৌসুমে সর্দি-কাশির উপসর্গ বেড়ে যাওয়ায় করোনা ও অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে সাবধানতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন তারা।
উল্লেখ্য, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কার্যক্রমের মাধ্যমে সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন ধরনের কোনো ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রান্ত সেবা কার্যক্রম এখনো চালু আছে, তাই উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের নির্দেশনা মেনে চলতে হবে।