০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 26

ছবি সংগৃহীত

 

 

বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রবর্তিত ‘থ্রি জিরো’ তত্ত্ব শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য কার্বন নিঃসরণ মুসলিম বিশ্বে কর্মদক্ষতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তাই এই লক্ষ্য বাস্তবায়নে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

রিজওয়ানা হাসান আরও উল্লেখ করেন, তরুণ সমাজই পারে এ পরিবর্তনের অগ্রনায়ক হতে। তিনি বলেন, “তরুণদের উদ্যম, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাই বৈষম্য দূরীকরণ এবং সব স্তরে সমতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সামিটে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনূস এসরোজ। তিনি বলেন, ড. ইউনূসের থ্রি জিরো তত্ত্ব ইতিমধ্যেই তুরস্কের বিভিন্ন সামাজিক ব্যবসায়িক উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান সরকারের তত্ত্বাবধানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও আলোচকরা জানান, সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেসের মাধ্যমে শুধু দারিদ্র্য নয়, বরং পরিবেশগত সঙ্কট এবং সামাজিক বৈষম্য দূর করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও কর্মসংস্থানের সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর একত্রিত প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং সামাজিক ব্যবসার উদ্ভাবনী ধারণা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন। আলোচনা পর্বে থ্রি জিরো তত্ত্বকে আগামীর টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর উপায় নিয়েও বিশদ আলোকপাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার

আপডেট সময় ০৪:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রবর্তিত ‘থ্রি জিরো’ তত্ত্ব শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য ও শূন্য কার্বন নিঃসরণ মুসলিম বিশ্বে কর্মদক্ষতা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তাই এই লক্ষ্য বাস্তবায়নে মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

রিজওয়ানা হাসান আরও উল্লেখ করেন, তরুণ সমাজই পারে এ পরিবর্তনের অগ্রনায়ক হতে। তিনি বলেন, “তরুণদের উদ্যম, সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাই বৈষম্য দূরীকরণ এবং সব স্তরে সমতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সামিটে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. হালিস ইউনূস এসরোজ। তিনি বলেন, ড. ইউনূসের থ্রি জিরো তত্ত্ব ইতিমধ্যেই তুরস্কের বিভিন্ন সামাজিক ব্যবসায়িক উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান সরকারের তত্ত্বাবধানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও আলোচকরা জানান, সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেসের মাধ্যমে শুধু দারিদ্র্য নয়, বরং পরিবেশগত সঙ্কট এবং সামাজিক বৈষম্য দূর করার সম্ভাবনা তৈরি হচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও কর্মসংস্থানের সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর একত্রিত প্রয়াসের প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

সামিটে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং সামাজিক ব্যবসার উদ্ভাবনী ধারণা ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন। আলোচনা পর্বে থ্রি জিরো তত্ত্বকে আগামীর টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর উপায় নিয়েও বিশদ আলোকপাত করা হয়।