ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের দুই দিনে ৩,৬২২ মামলা চাঁদপুরে সেরা সাঁতারু বাছাইয়ে ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত, অংশগ্রহণ ২ শতাধিক সাঁতারু ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে সাহস জোগায়: প্রধান উপদেষ্টা হাতিরঝিলে ‘এগিয়ে বাংলাদেশ’ দৌড় প্রতিযোগিতা, অংশগ্রহণে ৮০০ প্রতিযোগী ইসলামবিরোধী কার্যকলাপে কঠোর অবস্থানের হুঁশিয়ারি খেলাফত আমিরের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতা, ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জামালপুরে নগর মাতৃসদনে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু, আটক ২ নার্স দেশে করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ আওয়ামী নেতাদের দমন-পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান

ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

উত্তর প্রদেশের সাম্ভল জেলার জেওনাই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরসহ একই পরিবারের আটজন। শুক্রবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বোলেরো এসইউভি গাড়িতে যাত্রা করেছিলেন এক পরিবারের ১০ সদস্য। দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে একটি কলেজের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪), তার ভাবী আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্যা (২), মনোজের পুত্র বিশনু (৬), বর সুরজের এক চাচী এবং দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের একটি উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

সাম্ভল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা জানিয়েছেন, ‘‘চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রাচীরে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ এবং চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।’’

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে গাড়িটির কাঁচ চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে আছে এবং চারপাশে রক্তের দাগ লেগে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গাড়িটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

নিহতরা সাম্ভলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন

আপডেট সময় ০২:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

উত্তর প্রদেশের সাম্ভল জেলার জেওনাই গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরসহ একই পরিবারের আটজন। শুক্রবার ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বোলেরো এসইউভি গাড়িতে যাত্রা করেছিলেন এক পরিবারের ১০ সদস্য। দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে একটি কলেজের প্রাচীরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন বর সুরজ (২৪), তার ভাবী আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্যা (২), মনোজের পুত্র বিশনু (৬), বর সুরজের এক চাচী এবং দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু, যাদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় আলিগড়ের একটি উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

সাম্ভল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা জানিয়েছেন, ‘‘চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি প্রাচীরে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ এবং চিকিৎসা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।’’

প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে গাড়িটির কাঁচ চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে আছে এবং চারপাশে রক্তের দাগ লেগে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, গাড়িটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

নিহতরা সাম্ভলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি