আল হিলালের স্বপ্নভঙ্গ করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্স

- আপডেট সময় ১০:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 6
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চমকপ্রদ জয় তুলে নিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল আল-হিলাল। তবে শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সৌদি আরবের ক্লাবটি আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। শুক্রবার রাতে ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলিয়ান দল ফ্লুমিনেন্সের কাছে ২-১ গোলে হেরে শেষ আটেই থেমে যায় আল-হিলালের যাত্রা। এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স।
ম্যাচ শুরুর আগে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় আল হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলোর কান্না মাঠের আবহকে আরও আবেগঘন করে তোলে।
মাঠের খেলায় বল দখল ও আক্রমণে আল হিলালই ছিল এগিয়ে। ম্যাচের ৫৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে রেখে ১৫টি শট নেয় তারা, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে ফ্লুমিনেন্স ৪২ শতাংশ বলের দখল রেখে ১০টি শট নেয় এবং ৩টি লক্ষ্যে রাখে। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে পিছিয়ে পড়ে আল হিলাল।
প্রথমার্ধে দুই দলই সতর্কভাবে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। যদিও আক্রমণের দিক থেকে আল হিলাল এগিয়ে ছিল, কিন্তু গোলের দেখা পায়নি। ৪০ মিনিটে ফ্লুমিনেন্সের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন মাথেউস মার্তিনেল্লি, যা তাদের বিরতিতে ১-০ এগিয়ে রাখে।
বিরতির পর ফিরে এসে ম্যাচে সমতা আনে আল হিলাল। মার্কোস লিওনার্দো দলের হয়ে দারুণ এক গোল করে ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখান সমর্থকদের। কিন্তু ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে আবারও পিছিয়ে পড়ে আল হিলাল। বাকি সময়ে আক্রমণ চালিয়ে গেলেও আর সমতা ফেরাতে পারেনি তারা।
ম্যাচ শেষে ফ্লুমিনেন্স কোচ রেনাতো গাউচো বলেন, “আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে পারিনি, কিন্তু যে কটি পেয়েছি তা কাজে লাগিয়েছি। দলের সবাই পরিশ্রম করেছে এবং নিজেদের প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আমাদের সমর্থকরা এই জয়ে গর্বিত হতে পারে।”
ফ্লুমিনেন্সের এই জয় নিশ্চিত করেছে তাদের সেমিফাইনাল, আর আল হিলালের স্বপ্ন শেষ হয়েছে শেষ আটেই।