ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত! গাজায় আরও এক ফুটবলারের মৃত্যু, ইসরায়েলি হামলায় প্রাণ গেল মুহান্নাদের ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশু চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান পাশের একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করত। তাদের বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার মাদরাসায় ছুটি থাকায় তারা বাড়িতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭) নামে দুই শিশু চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান আলী ওই এলাকার সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সিয়াম ও সোহান পাশের একটি হাফেজিয়া মাদরাসায় একসঙ্গে পড়াশোনা করত। তাদের বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার মাদরাসায় ছুটি থাকায় তারা বাড়িতে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তারা। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”