ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ চকরিয়ায় বাস দুর্ঘটনা: নিহত ২, আহত ৫ গাজায় মানবিক বিপর্যয়, ৪৮ ঘণ্টায় নিহত ৩০০’র বেশি ফিলিস্তিনি বালিয়াডাঙ্গীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত ৭৩ ফিলিস্তিনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

 

আজ বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় গাজায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সহায়তার খোঁজে আসা সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি দম্পতি ও তাদের চার সন্তানও ছিলেন বলে জানা গেছে।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে চালানো হামলায় প্রাণ গেছে ১১ জনের।

অন্যদিকে, গাজার নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও আরও ১০০ জন আহত হয়েছেন।

উত্তর গাজার বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকেও কোনো প্রকার উসকানি ছাড়াই হামলা চালানো হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

গাজায় চলমান এই সহিংসতায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত ৭৩ ফিলিস্তিনি

আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

আজ বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় গাজায় অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৩৩ জন ছিলেন সহায়তার খোঁজে আসা সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য দিয়েছে মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রের বরাত দিয়ে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি দম্পতি ও তাদের চার সন্তানও ছিলেন বলে জানা গেছে।

এছাড়া গাজা শহরের পশ্চিমে অবস্থিত বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র মুস্তাফা হাফেজ স্কুলে চালানো হামলায় প্রাণ গেছে ১১ জনের।

অন্যদিকে, গাজার নাবুলসি রাউন্ডঅ্যাবাউটের কাছে সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলায় অন্তত ৬ জন নিহত ও আরও ১০০ জন আহত হয়েছেন।

উত্তর গাজার বেইত লাহিয়ায় আরেকটি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন।

গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ইসরায়েলি ও মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকেও কোনো প্রকার উসকানি ছাড়াই হামলা চালানো হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

গাজায় চলমান এই সহিংসতায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।