ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাপানের সহায়তা ও বিনিয়োগে জোর দিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান সংস্কার সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, দ্রুত নির্বাচনের আশা: পররাষ্ট্র উপদেষ্টা চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে: ড. আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফার নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক শুরু হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সূচনা বক্তব্যে তিনি বলেন, “৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে আমরা এই সুযোগ পেয়েছি। তাই এই সুযোগ হেলায় হারানো যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে, কত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এ পর্যায়ে এসেছি, তা আমাদের সবার মনে রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই আমাদের দিকনির্দেশক।”

এদিনের আলোচনায় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশন সূত্রে জানা গেছে, এ বৈঠকে পূর্বের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং জরুরি অবস্থা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার অষ্টম বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এভাবে অগ্রগতি অব্যাহত থাকলে চলতি মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।”

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে আরও জানা যায়, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐক্যমত্য গড়ে তুলতে এ ধরনের ধারাবাহিক আলোচনা চলবে। সবার মতামত ও প্রস্তাবনা নিয়ে একটি সমন্বিত খসড়া প্রস্তাবনা তৈরি করা হবে, যা জুলাই সনদ আকারে প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে: ড. আলী রীয়াজ

আপডেট সময় ০৩:৩০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

 

 

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে দ্বিতীয় দফার নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক শুরু হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সূচনা বক্তব্যে তিনি বলেন, “৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে আমরা এই সুযোগ পেয়েছি। তাই এই সুযোগ হেলায় হারানো যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে, কত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকের এ পর্যায়ে এসেছি, তা আমাদের সবার মনে রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই আমাদের দিকনির্দেশক।”

এদিনের আলোচনায় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশন সূত্রে জানা গেছে, এ বৈঠকে পূর্বের অমীমাংসিত বিষয়গুলোর পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং জরুরি অবস্থা ঘোষণার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার অষ্টম বৈঠকের শুরুতে ড. আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। এভাবে অগ্রগতি অব্যাহত থাকলে চলতি মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে।”

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে আরও জানা যায়, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐক্যমত্য গড়ে তুলতে এ ধরনের ধারাবাহিক আলোচনা চলবে। সবার মতামত ও প্রস্তাবনা নিয়ে একটি সমন্বিত খসড়া প্রস্তাবনা তৈরি করা হবে, যা জুলাই সনদ আকারে প্রকাশ করা হবে।