ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
থানায় সংঘবদ্ধ হামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি ছিনতাই, ওসিসহ আহত অন্তত ২০ ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২, আহত অন্তত ১২ জন গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত ৭৩ ফিলিস্তিনি সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধন অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা গুমে জড়িতদের সাথে সেনা সদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: সেনাসদর কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী শিশুর লাশ মিলল দুধকুমার নদে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে সরকার: পরিবেশ উপদেষ্টা সুবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্লাস বর্জনের হুঁশিয়ারি নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পিআর পদ্ধতি নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে: রিজভী আহমেদ

ডোনাল্ড ট্রাম্পকে নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি ইলন মাস্কের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিয়েছেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন, ট্রাম্পের তথাকথিত ‘বিগ, বিউটিফুল বিল’ পাস হলে পরদিনই তিনি ‘আমেরিকান পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

মাস্ক এক্সে লিখেছেন, ‘‘যেসব কংগ্রেস সদস্য সরকারের ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত। আর যদি এ পৃথিবীতে এটি আমার শেষ কাজও হয়, তবুও নিশ্চিত করব, তারা যেন আগামী বছরের প্রাথমিক নির্বাচনে হেরে যান।’’

তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান শাসনব্যবস্থাকে কার্যত একদলীয় শাসন আখ্যা দিয়ে বলেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা আসলে একই রকম, সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় ব্যর্থ। মাস্ক মনে করেন, এমন একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন যেখানে জনগণের সত্যিকারের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।

কংগ্রেসের যেসব সদস্য এই বিতর্কিত কর বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাইপর্বে যে প্রার্থী দাঁড়াবেন, তাদেরকেই সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।

প্রসঙ্গত, শুরু থেকেই ট্রাম্পের প্রস্তাবিত কর বিলের বিরোধিতা করে আসছেন ইলন মাস্ক। তার দাবি, এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরও বাড়বে এবং দেশকে ‘ঋণের দাসত্ব’-এর দিকে ঠেলে দেবে।

তিনি সতর্ক করেছেন, বিলটি পাস হলে বৈদ্যুতিক গাড়ি খাতে সরকারি ভর্তুকি ও করছাড় বাতিলের সম্ভাবনা রয়েছে, যা মাস্কের কোম্পানি টেসলা বছরের পর বছর ধরে উপভোগ করে আসছিল।

বিশ্লেষকদের মতে, মাস্কের এমন হুমকিতে রিপাবলিকান শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে, কারণ তিনি আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিলেন। তবে এই ঘটনায় তাদের সম্পর্কের ফাটল স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মাস্কের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আগামী নির্বাচনী লড়াইয়েও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ডোনাল্ড ট্রাম্পকে নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি ইলন মাস্কের

আপডেট সময় ০৬:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে নতুন রাজনৈতিক দল গঠনের হুমকি দিয়েছেন মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক। সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন, ট্রাম্পের তথাকথিত ‘বিগ, বিউটিফুল বিল’ পাস হলে পরদিনই তিনি ‘আমেরিকান পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

মাস্ক এক্সে লিখেছেন, ‘‘যেসব কংগ্রেস সদস্য সরকারের ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের লজ্জায় মাথা নিচু করা উচিত। আর যদি এ পৃথিবীতে এটি আমার শেষ কাজও হয়, তবুও নিশ্চিত করব, তারা যেন আগামী বছরের প্রাথমিক নির্বাচনে হেরে যান।’’

তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান শাসনব্যবস্থাকে কার্যত একদলীয় শাসন আখ্যা দিয়ে বলেন, ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা আসলে একই রকম, সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় ব্যর্থ। মাস্ক মনে করেন, এমন একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন যেখানে জনগণের সত্যিকারের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।

কংগ্রেসের যেসব সদস্য এই বিতর্কিত কর বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাইপর্বে যে প্রার্থী দাঁড়াবেন, তাদেরকেই সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী।

প্রসঙ্গত, শুরু থেকেই ট্রাম্পের প্রস্তাবিত কর বিলের বিরোধিতা করে আসছেন ইলন মাস্ক। তার দাবি, এই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরও বাড়বে এবং দেশকে ‘ঋণের দাসত্ব’-এর দিকে ঠেলে দেবে।

তিনি সতর্ক করেছেন, বিলটি পাস হলে বৈদ্যুতিক গাড়ি খাতে সরকারি ভর্তুকি ও করছাড় বাতিলের সম্ভাবনা রয়েছে, যা মাস্কের কোম্পানি টেসলা বছরের পর বছর ধরে উপভোগ করে আসছিল।

বিশ্লেষকদের মতে, মাস্কের এমন হুমকিতে রিপাবলিকান শিবিরে কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে, কারণ তিনি আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত ছিলেন। তবে এই ঘটনায় তাদের সম্পর্কের ফাটল স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মাস্কের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা আগামী নির্বাচনী লড়াইয়েও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।