০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 298

ছবি সংগৃহীত

 

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে। বিজিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল এই ১৫ জনকে আটক করে। তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে।

পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ফেরত নিতে অনুরোধ জানায়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় উভয় দেশের কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী এবং পাঁচ শিশু রয়েছে। তিনি বলেন, ‘‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’

স্থানীয় সূত্রে জানা যায়, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের চেষ্টা চালায়। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার থাকায় প্রায়ই তারা আটকের মুখে পড়ে এবং বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে ফেরত আসে।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ নিয়ে বিজিবি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমানো যায়।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় ০৩:৪৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে। বিজিবির সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল এই ১৫ জনকে আটক করে। তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানানো হয়েছে।

পরে বিএসএফ মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ফেরত নিতে অনুরোধ জানায়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন খোসালপুর বিওপি এলাকার ৬০/৮৭ সীমান্ত পিলারের কাছে শূন্যরেখায় উভয় দেশের কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী এবং পাঁচ শিশু রয়েছে। তিনি বলেন, ‘‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’’

স্থানীয় সূত্রে জানা যায়, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাজের চেষ্টা চালায়। তবে সীমান্তে নিরাপত্তা জোরদার থাকায় প্রায়ই তারা আটকের মুখে পড়ে এবং বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে ফেরত আসে।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এ নিয়ে বিজিবি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কমানো যায়।