০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

মানুষের মুক্তির সনদ তৈরি হবে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

 

জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।”

বিজ্ঞাপন

দেশ গড়তে এবং মানুষের অধিকার রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এনসিপি নেতাকর্মীরা।

পথিমধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে উত্তরবঙ্গের মানুষকে প্রতারণা করে আসছে বড় রাজনৈতিক দলের নেতারা। তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে নেমেছে।”

এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়, মানুষের কষ্টের বাস্তবতা বোঝার জন্যই আমরা রাজপথে নেমেছি। খেটে খাওয়া মানুষের রাজনীতি করার লক্ষ্য নিয়েই পদযাত্রা চলছে।”

পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের রাজার হাট এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির। এরপর ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পুনরায় পদযাত্রা শুরু হবে, যা ঘোষপাড়া সিংহ এলাকায় পৌঁছে শেষ হবে। সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।

পদযাত্রার শেষ কার্যক্রম শেষ করে বিকেলের দিকে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবে এনসিপি নেতাকর্মীরা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুঃখ-দুর্দশা, বঞ্চনা এবং ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেই এই পদযাত্রা। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার উদ্দেশ্য রয়েছে।

পদযাত্রায় বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে নতুন করে আশা জাগছে বলে মন্তব্য করেন কয়েকজন পথসভায় অংশ নেওয়া মানুষ।

এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চান, যাতে আর কেউ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে প্রতারিত না হয়।

নিউজটি শেয়ার করুন

মানুষের মুক্তির সনদ তৈরি হবে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

জুলাই পদযাত্রা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে।”

বিজ্ঞাপন

দেশ গড়তে এবং মানুষের অধিকার রক্ষায় এই কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এনসিপি নেতাকর্মীরা।

পথিমধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর মিথ্যা আশ্বাস দিয়ে উত্তরবঙ্গের মানুষকে প্রতারণা করে আসছে বড় রাজনৈতিক দলের নেতারা। তিনি বলেন, “উত্তরাঞ্চলের মানুষের বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের অধিকার ফিরিয়ে দিতে এনসিপি মাঠে নেমেছে।”

এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে নয়, মানুষের কষ্টের বাস্তবতা বোঝার জন্যই আমরা রাজপথে নেমেছি। খেটে খাওয়া মানুষের রাজনীতি করার লক্ষ্য নিয়েই পদযাত্রা চলছে।”

পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রামের রাজার হাট এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির। এরপর ত্রিমোহনী বাজার থেকে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পুনরায় পদযাত্রা শুরু হবে, যা ঘোষপাড়া সিংহ এলাকায় পৌঁছে শেষ হবে। সেখানে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে।

পদযাত্রার শেষ কার্যক্রম শেষ করে বিকেলের দিকে লালমনিরহাটের উদ্দেশে রওনা দেবে এনসিপি নেতাকর্মীরা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুঃখ-দুর্দশা, বঞ্চনা এবং ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেই এই পদযাত্রা। একই সঙ্গে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার উদ্দেশ্য রয়েছে।

পদযাত্রায় বিভিন্ন স্থান থেকে যোগ দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এতে নতুন করে আশা জাগছে বলে মন্তব্য করেন কয়েকজন পথসভায় অংশ নেওয়া মানুষ।

এনসিপি নেতারা জানান, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চান, যাতে আর কেউ প্রতিশ্রুতির ফাঁদে পড়ে প্রতারিত না হয়।