নতুন মামলায় গ্রেপ্তার হলেন সালমান এফ রহমান ও দীপু মনিসহ ৪ জন

- আপডেট সময় ০৩:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 3
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল রানা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকেও গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এছাড়া, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক সিনিয়র তথ্য সচিব এনএম জিয়াউল আলমসহ মোট চারজনের গ্রেফতারের আদেশ দিয়েছেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সোহেল রানা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে আদালতের এই আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের গ্রেফতার দেখানো হচ্ছে। তারা বলেন, এই ধরনের গ্রেফতার জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে একটি সমাবেশে হামলার শিকার হন ছাত্রনেতা সোহেল রানা। তাকে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠে, যার ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের প্রত্যক্ষ নির্দেশনায় এ হামলা সংঘটিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আদালত বুধবার শুনানি শেষে এজাহারনামীয় আসামিদের নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
এদিকে মামলার অগ্রগতি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উচ্চপর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের মামলায় যথাযথ প্রমাণ উপস্থাপন ও সুষ্ঠু তদন্ত ছাড়া বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।
বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৫ জুলাই। তদন্তের স্বার্থে গ্রেফতার দেখানো আসামিদের বিরুদ্ধে নতুন করে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানা গেছে।