ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩ যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে ঐকমত্য তৈরি হয়েছে: জামায়াতে নায়েবে আমির তিন দফা দাবিতে উত্তাল রুয়েট নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক, থাকছে ঋণ গ্রহীতাদের জন্য সুখবর সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু থাইল্যান্ডে বরখাস্তের পর প্রধানমন্ত্রী থেকে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন গাড়ি দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার নিহত

সবার সম্মিলিত মতের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশাবাদ প্রকাশ করেছেন, চলতি মাসের মাঝামাঝিতেই সবার সম্মিলিত মতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে অধ্যাপক রীয়াজ বলেন, “সবার নিজস্ব দলীয় অবস্থান আছে, তবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো বড় অর্জন হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত এক জায়গায় পৌঁছাতে পারবো বলে মনে করি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”

তিনি আরও জানান, সংস্কার নিয়ে জনগণের প্রত্যাশা অনেক। রাজনৈতিক দলগুলোর অবস্থানগত কারণে প্রতিদিনের আলোচনায় সমাধান নাও আসতে পারে, তবে জাতীয় স্বার্থে সমঝোতায় পৌঁছানোর আশা করছে কমিশন।

বৈঠকটি সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। কমিশনের সূত্রে জানা গেছে, ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম পর্যায়ে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় ২ জুলাই থেকে।

এদিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়াও কয়েকটি অমীমাংসিত বিষয়ে আলোচনা চলবে।

এর আগে রোববার (২৯ জুন) অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, দেশের স্বার্থে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “আমরা কেউই আর পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। দেশের স্বার্থে আপনাদের দায়িত্বশীলতা দেখাতে হবে। গত বছরের জুলাইয়ে যে অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তা কতটা বাস্তবায়ন হয়েছে তা ভেবে দেখতে হবে। শুধু দলের স্বার্থ নয়, দেশের স্বার্থও দেখতে হবে। আশা করি অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের পথে আনা সম্ভব হবে।”

বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে ড. রীয়াজ জানান, বেশিরভাগ রাজনৈতিক দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থার পক্ষে এবং উচ্চকক্ষের আসন প্রাপ্ত ভোটের ভিত্তিতে গঠনের প্রস্তাবে সমর্থন দিয়েছে। তবে কিছু দল এখনও এ বিষয়ে দ্বিমত পোষণ করছে।

নিউজটি শেয়ার করুন

সবার সম্মিলিত মতের ভিত্তিতে চলতি মাসে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব: আলী রীয়াজ

আপডেট সময় ১২:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আশাবাদ প্রকাশ করেছেন, চলতি মাসের মাঝামাঝিতেই সবার সম্মিলিত মতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে। বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপের সূচনায় তিনি এ কথা বলেন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে অধ্যাপক রীয়াজ বলেন, “সবার নিজস্ব দলীয় অবস্থান আছে, তবে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো বড় অর্জন হচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত এক জায়গায় পৌঁছাতে পারবো বলে মনে করি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে।”

তিনি আরও জানান, সংস্কার নিয়ে জনগণের প্রত্যাশা অনেক। রাজনৈতিক দলগুলোর অবস্থানগত কারণে প্রতিদিনের আলোচনায় সমাধান নাও আসতে পারে, তবে জাতীয় স্বার্থে সমঝোতায় পৌঁছানোর আশা করছে কমিশন।

বৈঠকটি সকাল ১১টায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। কমিশনের সূত্রে জানা গেছে, ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্রথম পর্যায়ে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়, এরপর দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় ২ জুলাই থেকে।

এদিনের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত ইস্যু প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়াও কয়েকটি অমীমাংসিত বিষয়ে আলোচনা চলবে।

এর আগে রোববার (২৯ জুন) অধ্যাপক আলী রীয়াজ বলেছিলেন, দেশের স্বার্থে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত অত্যন্ত জরুরি।

তিনি বলেন, “আমরা কেউই আর পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। দেশের স্বার্থে আপনাদের দায়িত্বশীলতা দেখাতে হবে। গত বছরের জুলাইয়ে যে অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, তা কতটা বাস্তবায়ন হয়েছে তা ভেবে দেখতে হবে। শুধু দলের স্বার্থ নয়, দেশের স্বার্থও দেখতে হবে। আশা করি অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের পথে আনা সম্ভব হবে।”

বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে ড. রীয়াজ জানান, বেশিরভাগ রাজনৈতিক দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থার পক্ষে এবং উচ্চকক্ষের আসন প্রাপ্ত ভোটের ভিত্তিতে গঠনের প্রস্তাবে সমর্থন দিয়েছে। তবে কিছু দল এখনও এ বিষয়ে দ্বিমত পোষণ করছে।