ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে ইউপি কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা পিআর পদ্ধতি নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে: রিজভী আহমেদ ভারত-যুক্তরাষ্ট্রের ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্তের পথে পটুয়াখালীতে ৪ কোটি ৬৫ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম নীতি নিয়ে উদ্বেগে বিএনপি: মির্জা ফখরুল রাষ্ট্র গঠনের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে হবে: ড. আলী রীয়াজ মুরাদনগরে নারী ধর্ষণ মামলা: ছাত্রলীগ নেতাসহ ৪ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর ডেঙ্গু পরীক্ষার স্বাস্থ্য অধিদফতরকে ১৯ হাজার কিট প্রদান করলো চীন আশুরা কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ: ডিএমপি কমিশনার পশ্চিম তীরে সার্বভৌমত্ব আরোপের বক্তব্যে ইসরায়েলকে সৌদি আরবের কঠোর প্রতিবাদ

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন বরখাস্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

 

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন এই কর্মকর্তা ২১ জুন ও ২৮ জুন অফিসে উপস্থিত হননি। অথচ ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক নির্দেশনার মাধ্যমে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সব কর্মকর্তাকে ওইদিন কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

কিন্তু মো. জাকির হোসেন সেই নির্দেশনা অমান্য করেছেন, যা সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যাখ্যা জমা দিতে তাকে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেন বরখাস্ত

আপডেট সময় ১২:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন এই কর্মকর্তা ২১ জুন ও ২৮ জুন অফিসে উপস্থিত হননি। অথচ ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক নির্দেশনার মাধ্যমে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সব কর্মকর্তাকে ওইদিন কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

কিন্তু মো. জাকির হোসেন সেই নির্দেশনা অমান্য করেছেন, যা সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যাখ্যা জমা দিতে তাকে বলা হয়েছে।