ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে, যা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচার সরকারের আস্থাভাজন ব্যক্তিরা বসে রয়েছেন এবং আগের ন্যায় দেশ চালাচ্ছেন।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ প্রকাশের দাবিতে ছাত্রশিবির অন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে, যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন শিবির সভাপতি। এই কর্মসূচির মধ্যে রয়েছে নানা সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি।

তিনি আরও বলেন, “দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই অধিকার থেকে আমাদের দূরে সরানো যাবে না।”

শিবির সভাপতি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে, যা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচার সরকারের আস্থাভাজন ব্যক্তিরা বসে রয়েছেন এবং আগের ন্যায় দেশ চালাচ্ছেন।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ প্রকাশের দাবিতে ছাত্রশিবির অন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে, যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন শিবির সভাপতি। এই কর্মসূচির মধ্যে রয়েছে নানা সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি।

তিনি আরও বলেন, “দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই অধিকার থেকে আমাদের দূরে সরানো যাবে না।”

শিবির সভাপতি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।