০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 40

ছবি: সংগৃহীত

 

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

শনিবার (২৮ জুন) দুপুরে ‘২৪-এর গণ-অভ্যুত্থান’ ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি মব কালচারের মতো ঘটনার পুনরাবৃত্তি থেকে জাতিকে রক্ষা করতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নয়, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রিজভী আশা প্রকাশ করে বলেন, “প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রতিশ্রুত সময়েই নির্বাচন আয়োজন করবে সরকার এটাই আমাদের প্রত্যাশা।”

অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক খাতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিনিয়োগ না হলে তা দেশের জন্য হতাশাজনক হবে। সেক্ষেত্রে অর্থনীতির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে উদ্যোগী হতে হবে।

এ ছাড়া রিজভী আশা প্রকাশ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারগুলোর পাশে বিএনপি থাকবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিচলভাবে কাজ করে যাবে।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সঙ্কট সমাধান করতে এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে।”

এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা সরকারের প্রতি সহনশীলতা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের তারিখ ঘোষণা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে: রিজভী

আপডেট সময় ০৪:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা।

শনিবার (২৮ জুন) দুপুরে ‘২৪-এর গণ-অভ্যুত্থান’ ঘিরে বিএনপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি মব কালচারের মতো ঘটনার পুনরাবৃত্তি থেকে জাতিকে রক্ষা করতে হবে। তিনি উল্লেখ করেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো নয়, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

রিজভী আশা প্রকাশ করে বলেন, “প্রয়োজনীয় সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। প্রতিশ্রুত সময়েই নির্বাচন আয়োজন করবে সরকার এটাই আমাদের প্রত্যাশা।”

অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক খাতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। বিনিয়োগ না হলে তা দেশের জন্য হতাশাজনক হবে। সেক্ষেত্রে অর্থনীতির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে উদ্যোগী হতে হবে।

এ ছাড়া রিজভী আশা প্রকাশ করেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারগুলোর পাশে বিএনপি থাকবে এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অবিচলভাবে কাজ করে যাবে।

তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সঙ্কট সমাধান করতে এবং গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠা করতে।”

এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং তারা সরকারের প্রতি সহনশীলতা ও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।