ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী জাতিসংঘ মানবাধিকার রক্ষায় কার্যকর ভাবে কাজ করতে চায় : ফরিদা আখতার হাতিয়ায় বিস্তীর্ণ জনপদ প্লাবিত আওয়ামীলীগের চৌদ্দগোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের কেনার : তাজুল ইসলাম মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, ১৪৪ ধারা জারি ফিলিস্তিন সংকট নিয়ে সম্মেলনে,যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্র উপদেষ্টা সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে সোমবার দলগুলো হাতে পাবে : আলী রীয়াজ নোয়াখালীর এক পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার ট্রাম্প ও ইব্রাহিমের প্রস্তাবে সম্মত হলেও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে মৃত্যু থামছে না সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম

বেনাপোল কাস্টমসে তৃতীয় দিনের কলমবিরতি, কমপ্লিট শাটডাউন ২৮ জুন থেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 15

ছবি সংগৃহীত

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং সব ধরনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে তৃতীয় দিনের মতো চলছে কলমবিরতি। বুধবার (২৫ জুন) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচি জাতীয় পর্যায়ের আন্দোলনের অংশ হিসেবে পালিত হচ্ছে।

এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। তবে কলমবিরতির মাঝেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং আন্তর্জাতিক যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কাস্টমস অফিস খোলা থাকলেও দুপুর ১২টার পর থেকে আমদানি-রপ্তানির শুল্কায়ন বন্ধ রয়েছে। অনলাইন সার্ভারও অচল করে দেওয়া হয়েছে, ফলে নতুন কোনো বিল অব এন্ট্রি দাখিল করা সম্ভব হচ্ছে না। তবে বিকেল ৫টার পর থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

কলমবিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) ইস্যু না হলেও আগের ইস্যুকৃত আইজিএম অনুযায়ী পণ্য খালাস হয়েছে। বিকেল ৫টার পর থেকে নতুন আইজিএম ইস্যু শুরু হবে।

এদিকে, বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘কলমবিরতির কারণে পণ্য খালাসে জট তৈরি হচ্ছে। কর্মকর্তা সই করলেও ব্যাংক বিকেল ৪টার পর শুল্ক আদায় করে না, এতে পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।’

কাস্টমস হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রধান দাবি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল, এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার কমিটিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ জুনের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট দপ্তরে লাগাতার পূর্ণ কর্মবিরতি (শাটডাউন) পালন করা হবে।

উল্লেখ্য, এনবিআর সম্প্রতি রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আলোচনার আশ্বাসে কিছুদিন কর্মসূচি স্থগিত থাকলেও চেয়ারম্যানের পদত্যাগ দাবি নিয়ে আন্দোলন আবারও জোরালো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বেনাপোল কাস্টমসে তৃতীয় দিনের কলমবিরতি, কমপ্লিট শাটডাউন ২৮ জুন থেকে

আপডেট সময় ০৫:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং সব ধরনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বেনাপোল কাস্টম হাউসে তৃতীয় দিনের মতো চলছে কলমবিরতি। বুধবার (২৫ জুন) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচি জাতীয় পর্যায়ের আন্দোলনের অংশ হিসেবে পালিত হচ্ছে।

এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। তবে কলমবিরতির মাঝেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম এবং আন্তর্জাতিক যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, কাস্টমস অফিস খোলা থাকলেও দুপুর ১২টার পর থেকে আমদানি-রপ্তানির শুল্কায়ন বন্ধ রয়েছে। অনলাইন সার্ভারও অচল করে দেওয়া হয়েছে, ফলে নতুন কোনো বিল অব এন্ট্রি দাখিল করা সম্ভব হচ্ছে না। তবে বিকেল ৫টার পর থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে।

কলমবিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) ইস্যু না হলেও আগের ইস্যুকৃত আইজিএম অনুযায়ী পণ্য খালাস হয়েছে। বিকেল ৫টার পর থেকে নতুন আইজিএম ইস্যু শুরু হবে।

এদিকে, বন্দর ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘কলমবিরতির কারণে পণ্য খালাসে জট তৈরি হচ্ছে। কর্মকর্তা সই করলেও ব্যাংক বিকেল ৪টার পর শুল্ক আদায় করে না, এতে পুরো প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।’

কাস্টমস হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রধান দাবি হচ্ছে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, প্রতিহিংসামূলক সব বদলি আদেশ বাতিল, এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার কমিটিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ জুনের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ জুন থেকে কাস্টমস ও ভ্যাট দপ্তরে লাগাতার পূর্ণ কর্মবিরতি (শাটডাউন) পালন করা হবে।

উল্লেখ্য, এনবিআর সম্প্রতি রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি আলাদা বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি করে। এর বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। আলোচনার আশ্বাসে কিছুদিন কর্মসূচি স্থগিত থাকলেও চেয়ারম্যানের পদত্যাগ দাবি নিয়ে আন্দোলন আবারও জোরালো হচ্ছে।