০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 40

ছবি সংগৃহীত

 

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেল এই শুনানি শুরু করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, যিনি মো. শাকিল আলম নামেও পরিচিত।

এর আগে, গত ৩ জুন মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ জুন দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। মামলার ধারাবাহিকতা অনুযায়ী, জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কেউ আদালতে উপস্থিত হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেওয়া হয়নি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২৬ মে দৈনিক যুগান্তর এবং ইংরেজি দৈনিক নিউ এজ-এ শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আগের দিন, ২৫ মে ট্রাইব্যুনাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও আদালতে অনুপস্থিত থাকায় এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় আদালত মামলার পূর্ণাঙ্গ শুনানির সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

মামলার বিষয়ে বিস্তারিত শুনানি ও প্রমাণ উপস্থাপন চলবে ট্রাইব্যুনালে। সংশ্লিষ্ট মহলে মামলাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু

আপডেট সময় ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বিচারিক প্যানেল এই শুনানি শুরু করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

শেখ হাসিনার পাশাপাশি মামলার অপর আসামি হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, যিনি মো. শাকিল আলম নামেও পরিচিত।

এর আগে, গত ৩ জুন মামলার পরবর্তী শুনানির জন্য ১৯ জুন দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। মামলার ধারাবাহিকতা অনুযায়ী, জাতীয় দুটি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আসামিদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কেউ আদালতে উপস্থিত হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেওয়া হয়নি।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২৬ মে দৈনিক যুগান্তর এবং ইংরেজি দৈনিক নিউ এজ-এ শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার আগের দিন, ২৫ মে ট্রাইব্যুনাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়।

তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও আদালতে অনুপস্থিত থাকায় এবং কোনো ব্যাখ্যা না দেওয়ায় আদালত মামলার পূর্ণাঙ্গ শুনানির সিদ্ধান্ত নেয়। আইন অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

মামলার বিষয়ে বিস্তারিত শুনানি ও প্রমাণ উপস্থাপন চলবে ট্রাইব্যুনালে। সংশ্লিষ্ট মহলে মামলাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।