ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রিটেন পরিকল্পিতভাবে সামুদ্রিক দুর্ঘটনা ঘটাতে চায়: দাবি রুশ গোয়েন্দা সংস্থার জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে তিনদিনব্যাপী আয়োজন ছাত্রশিবিরের খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ ৫ আগস্ট ইতিহাস কথা বলে জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের অংশগ্রহণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলবে মঙ্গলবার, বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা ৩৬ জুলাই স্মরণে টেলিটকের বিশেষ অফার সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু: রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান সংশোধন, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ। আলোচনাটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে গত ২ জুন, মৌলিক সংস্কার বিষয়ে প্রথম দফার আলোচনায় যেসব প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেগুলো নিয়ে দ্বিতীয় পর্বের সূচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঈদুল আজহার ছুটির পর গত মঙ্গলবার থেকে ফের আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবারের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন, কিছু সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলের হাতে ন্যস্ত করা এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি পরিবর্তন নিয়ে আংশিক ঐকমত্য সৃষ্টি হয়েছে।

তবে গতকাল বুধবার এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা থেকে এখনও পূর্ণাঙ্গ ঐকমত্য আসেনি। কমিশন সূত্র জানিয়েছে, এনসিসি গঠন নিয়ে আলোচনা আগামী সপ্তাহে আবার অনুষ্ঠিত হবে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে দুটি রাজনৈতিক জোটও রয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষ থেকে নেতৃত্বে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

আলোচনার ধারাবাহিকতায় আগামীদিনগুলোতে বিরোধপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে কমিশন।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু: রাষ্ট্রপতি নির্বাচনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিতর্ক

আপডেট সময় ১২:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান সংশোধন, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ। আলোচনাটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে গত ২ জুন, মৌলিক সংস্কার বিষয়ে প্রথম দফার আলোচনায় যেসব প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেগুলো নিয়ে দ্বিতীয় পর্বের সূচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঈদুল আজহার ছুটির পর গত মঙ্গলবার থেকে ফের আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবারের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন, কিছু সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলের হাতে ন্যস্ত করা এবং প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি পরিবর্তন নিয়ে আংশিক ঐকমত্য সৃষ্টি হয়েছে।

তবে গতকাল বুধবার এনসিসি (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচনপদ্ধতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা থেকে এখনও পূর্ণাঙ্গ ঐকমত্য আসেনি। কমিশন সূত্র জানিয়েছে, এনসিসি গঠন নিয়ে আলোচনা আগামী সপ্তাহে আবার অনুষ্ঠিত হবে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে দুটি রাজনৈতিক জোটও রয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের পক্ষ থেকে নেতৃত্বে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বৈঠকে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত রয়েছেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

আলোচনার ধারাবাহিকতায় আগামীদিনগুলোতে বিরোধপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছে কমিশন।