গলে শুরু হলো বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট, টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

- আপডেট সময় ১২:৩০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- / 22
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্রের সূচনা হলো গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজ দিয়ে। আজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় ম্যাচটি।
নতুন চক্র শুরুর এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, আগের দুই চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। প্রথম চক্রে কোনো জয় ছিল না, আর দ্বিতীয় চক্রে একটি মাত্র জয় নিয়েই ছিল তালিকার তলানিতে। তবে ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ পর্যন্ত তালিকার সাত নম্বরে থেকে শেষ করে বাংলাদেশ। এবার লক্ষ্য আরও উঁচুতে নূন্যতম ছয় নম্বরে উঠে আসা।
গল টেস্টে বাংলাদেশ একাদশে রয়েছে কিছু পরিবর্তন। অসুস্থতার কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই একাদশে। একই সঙ্গে চোট কাটিয়ে ফিরলেও ইবাদত হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এখনও অপেক্ষায়। ফলে পেস আক্রমণে আছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। স্পিন বিভাগে তাইজুল ইসলাম ও নাঈম হাসানকে নিয়ে গড়া হয়েছে আক্রমণভাগ।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
শ্রীলঙ্কা একাদশ:
পথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া ও অসিথা ফার্নান্দো।
নতুন চক্রে সফল সূচনা করাই এখন টাইগারদের প্রধান লক্ষ্য। মাঠে শান্ত-রহিমদের দৃঢ়তা ও বোলারদের ধারই বলে দেবে, লক্ষ্য পূরণ কতটা সম্ভব।