ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪, আহত সহস্রাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 17

ছবি সংগৃহীত

 

 

ইসরায়েলি বিমান হামলায় ইরানে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ জুন) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আহত হয়েছেন অন্তত ১,২৭০ জন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষই বেসামরিক নাগরিক। বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক এলাকা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার সূত্রপাত ঘটে ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল নাতাঞ্জ ও ইসফাহান-এ আচমকা বিমান হামলা চালায়। এপির বরাতে জানা যায়, ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও খ্যাতনামা পারমাণবিক বিজ্ঞানী।

ইরানে বর্তমানে চরম নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মসজিদ, মেট্রো স্টেশন ও স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে এসব স্থানে আশ্রয় নিয়েছে।

এই হামলার জবাবে ইরানের পক্ষ থেকে এখনো বড় কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা না গেলেও, দেশটির শীর্ষ নেতারা একে ‘আগ্রাসনের চূড়ান্ত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

আন্তর্জাতিক মহলে এ হামলার তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহত বেড়ে ২২৪, আহত সহস্রাধিক

আপডেট সময় ০৯:৫৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

 

ইসরায়েলি বিমান হামলায় ইরানে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (১৫ জুন) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আহত হয়েছেন অন্তত ১,২৭০ জন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষই বেসামরিক নাগরিক। বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু আবাসিক এলাকা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার সূত্রপাত ঘটে ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল নাতাঞ্জ ও ইসফাহান-এ আচমকা বিমান হামলা চালায়। এপির বরাতে জানা যায়, ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে রয়েছেন একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও খ্যাতনামা পারমাণবিক বিজ্ঞানী।

ইরানে বর্তমানে চরম নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মসজিদ, মেট্রো স্টেশন ও স্কুলগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে এসব স্থানে আশ্রয় নিয়েছে।

এই হামলার জবাবে ইরানের পক্ষ থেকে এখনো বড় কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা না গেলেও, দেশটির শীর্ষ নেতারা একে ‘আগ্রাসনের চূড়ান্ত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানিয়েছে সরকারি সূত্র।

আন্তর্জাতিক মহলে এ হামলার তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এ হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব।