১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত শতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 82

ছবি সংগৃহীত

 

 

নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এই তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে চলমান জাতিগত ও ধর্মীয় উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হওয়া হামলা চলে শনিবার ভোর পর্যন্ত। সংস্থাটি আরও জানায়, বহু মানুষ এখনো নিখোঁজ, আহতদের অধিকাংশই পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা। এমনকি অনেক পরিবারকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি।

নাইজেরিয়ার বেনু রাজ্য দেশের মধ্যাঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত, যা ‘মিডল বেল্ট’ নামে পরিচিত। এই অঞ্চলে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক ও দক্ষিণাঞ্চলের কৃষিজীবী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ব্যবহারে দ্বন্দ্ব চলে আসছে। পশুপালকরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমির দাবি করেন, অপরদিকে কৃষকরা চান আবাদি জমির নিশ্চয়তা। এর সঙ্গে ধর্মীয় বিভাজন যুক্ত হয়ে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে গেছে।

মাত্র এক মাস আগেও বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট এলাকাজুড়ে সন্দেহভাজন পশুপালকদের ধারাবাহিক হামলায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ জন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হয়।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেনু ও আশপাশের এলাকায় এমন সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। একই সময়ে গৃহহীন হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ, যা অঞ্চলের মানবিক সংকটকে বিপর্যস্ত করে তুলেছে।

সর্বশেষ এই হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে। তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও জাতীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত শতাধিক

আপডেট সময় ০৭:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

নাইজেরিয়ার পূর্বমধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এই তথ্য জানিয়েছে। অঞ্চলটিতে চলমান জাতিগত ও ধর্মীয় উত্তেজনার মধ্যে এই হামলা নতুন করে সহিংসতার আশঙ্কা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে শুক্রবার রাত থেকে শুরু হওয়া হামলা চলে শনিবার ভোর পর্যন্ত। সংস্থাটি আরও জানায়, বহু মানুষ এখনো নিখোঁজ, আহতদের অধিকাংশই পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা। এমনকি অনেক পরিবারকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হয়েছে বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি।

নাইজেরিয়ার বেনু রাজ্য দেশের মধ্যাঞ্চলের পূর্ব প্রান্তে অবস্থিত, যা ‘মিডল বেল্ট’ নামে পরিচিত। এই অঞ্চলে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক ও দক্ষিণাঞ্চলের কৃষিজীবী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ব্যবহারে দ্বন্দ্ব চলে আসছে। পশুপালকরা তাদের গবাদিপশুর জন্য চারণভূমির দাবি করেন, অপরদিকে কৃষকরা চান আবাদি জমির নিশ্চয়তা। এর সঙ্গে ধর্মীয় বিভাজন যুক্ত হয়ে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে গেছে।

মাত্র এক মাস আগেও বেনু রাজ্যের গোয়ের ওয়েস্ট এলাকাজুড়ে সন্দেহভাজন পশুপালকদের ধারাবাহিক হামলায় নিহত হয়েছিলেন অন্তত ৪২ জন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হয়।

গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্স জানিয়েছে, ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেনু ও আশপাশের এলাকায় এমন সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ শতাধিক মানুষ। একই সময়ে গৃহহীন হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ, যা অঞ্চলের মানবিক সংকটকে বিপর্যস্ত করে তুলেছে।

সর্বশেষ এই হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সহিংসতা আরও ছড়িয়ে পড়তে পারে। তারা অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও জাতীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।