০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ইউনূস-তারেক বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 81

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক হিসেবে প্রমাণিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ইতিহাসে একটি গেম চেঞ্জার মুহূর্ত যা ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক।”

বিজ্ঞাপন

যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের অর্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণ এবং রাজা চার্লসের সঙ্গে একান্ত ৩০ মিনিটের বৈঠক, বাংলাদেশের চলমান পরিবর্তনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

শফিকুল আলম জানান, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর মালিকানাধীন ১৭০ মিলিয়ন ডলার মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, “এটি সংস্থাটির ইতিহাসে এককভাবে সম্পত্তি জব্দের সর্ববৃহৎ ঘটনা।”

তিনি বলেন, এই জব্দ অভিযান সকল দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী ও কর্মকর্তাদের জন্য একটি কঠিন বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

প্রেস সচিব আরও জানান, এই সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে সম্পদ পুনরুদ্ধারে এক নতুন মাত্রার সহযোগিতা গড়ে উঠেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, যুক্তরাজ্যে প্রাপ্ত এই অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনেও কাজে লাগানো সম্ভব হবে।”

সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল রোহিঙ্গা সংকট। শফিকুল আলম বলেন, এই সফরে রোহিঙ্গা ইস্যুতেও কিছুটা অগ্রগতি ও আশাব্যঞ্জক ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: বাসস

 

নিউজটি শেয়ার করুন

ইউনূস-তারেক বৈঠক ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক: প্রেস সচিব

আপডেট সময় ০৩:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক হিসেবে প্রমাণিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ইতিহাসে একটি গেম চেঞ্জার মুহূর্ত যা ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক।”

বিজ্ঞাপন

যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের অর্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণ এবং রাজা চার্লসের সঙ্গে একান্ত ৩০ মিনিটের বৈঠক, বাংলাদেশের চলমান পরিবর্তনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

শফিকুল আলম জানান, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর মালিকানাধীন ১৭০ মিলিয়ন ডলার মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, “এটি সংস্থাটির ইতিহাসে এককভাবে সম্পত্তি জব্দের সর্ববৃহৎ ঘটনা।”

তিনি বলেন, এই জব্দ অভিযান সকল দুর্নীতিবাজ রাজনীতিক, ব্যবসায়ী ও কর্মকর্তাদের জন্য একটি কঠিন বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধার উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

প্রেস সচিব আরও জানান, এই সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে সম্পদ পুনরুদ্ধারে এক নতুন মাত্রার সহযোগিতা গড়ে উঠেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি, যুক্তরাজ্যে প্রাপ্ত এই অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনেও কাজে লাগানো সম্ভব হবে।”

সফরের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল রোহিঙ্গা সংকট। শফিকুল আলম বলেন, এই সফরে রোহিঙ্গা ইস্যুতেও কিছুটা অগ্রগতি ও আশাব্যঞ্জক ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্র: বাসস