১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 118

ছবি সংগৃহীত

 

 

হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যের উৎস হিসেবে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় মৃত্যুবরণ করেছেন ১ জন হাজি।

এ বছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ৩১ মে। এরপর হজযাত্রীদের দেশে ফেরার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামের ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

বিজ্ঞাপন

শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যের উৎস হিসেবে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় মৃত্যুবরণ করেছেন ১ জন হাজি।

এ বছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ৩১ মে। এরপর হজযাত্রীদের দেশে ফেরার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামের ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।