ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 48

ছবি সংগৃহীত

 

 

হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যের উৎস হিসেবে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় মৃত্যুবরণ করেছেন ১ জন হাজি।

এ বছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ৩১ মে। এরপর হজযাত্রীদের দেশে ফেরার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামের ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

আপডেট সময় ১০:৪৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

হজ পালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যের উৎস হিসেবে এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন), বাংলাদেশ হজ অফিস (ঢাকা ও সৌদি আরব) এবং হজ হেল্প ডেস্কের তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় মৃত্যুবরণ করেছেন ১ জন হাজি।

এ বছর হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে ৩১ মে। এরপর হজযাত্রীদের দেশে ফেরার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছায় ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ নামের ফ্লাইটটি ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।