০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: যাত্রীসহ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 124

ছবি সংগৃহীত

 

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি উড্ডয়নের সময়ই ভেঙে পড়ে।

ঘটনাস্থলটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও ‘এনডিটিভি’র বরাতে জানা যায়, বিমানটি এয়ার ইন্ডিয়ার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দুর্ঘটনার পর পরই সেখান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে সাতটি দমকলের ইঞ্জিন ও অন্তত এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এলাকাটি ঘিরে ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে বিমানটি যাত্রীবাহী ছিল, না কি পণ্যবাহী—সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানের ধরণ ও অভ্যন্তরে কতজন আরোহী ছিলেন, সেটিও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিমান দুর্ঘটনার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

আহমেদাবাদ শহরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনা: যাত্রীসহ বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি মেঘানী নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিমানটি উড্ডয়নের সময়ই ভেঙে পড়ে।

ঘটনাস্থলটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় নিরাপত্তার স্বার্থে আশপাশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও ‘এনডিটিভি’র বরাতে জানা যায়, বিমানটি এয়ার ইন্ডিয়ার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

দুর্ঘটনার পর পরই সেখান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে সাতটি দমকলের ইঞ্জিন ও অন্তত এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এলাকাটি ঘিরে ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তবে বিমানটি যাত্রীবাহী ছিল, না কি পণ্যবাহী—সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিমানের ধরণ ও অভ্যন্তরে কতজন আরোহী ছিলেন, সেটিও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। আহতদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

বিমান দুর্ঘটনার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।

আহমেদাবাদ শহরের স্থানীয় প্রশাসন জানিয়েছে, যত দ্রুত সম্ভব দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল এবং বিমান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছে প্রশাসন।