ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য, নতুন সরকারের অংশ নই: অধ্যাপক ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 37

ছবি সংগৃহীত

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের কোনো অংশ হতে আগ্রহী নন। লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আমাদের কোনো ভূমিকাই নেই।”

বুধবার (১১ জুন) অনুষ্ঠিত ওই আলোচনায় এক সাংবাদিক জানতে চান নির্বাচনের পর তিনি বা উপদেষ্টা পরিষদের কেউ নতুন সরকারে কোনো পদ গ্রহণ করবেন কি না। উত্তরে ইউনূস বলেন, “কোনো উপায় নেই, একেবারেই না। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউই তা চান না।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কাজ হলো এমনভাবে নির্বাচন পরিচালনা ও ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, যাতে জনগণ সন্তুষ্ট থাকে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, “যে সংগঠন তরুণদের হত্যা, গুম করে এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “আপনি যদি প্রশ্ন করেন এটি আদৌ একটি রাজনৈতিক দল কি না, তাহলে সেটা একটি ন্যায্য বিতর্ক। আমি মনে করি, এই বিষয়ে দ্বিমত থাকার সুযোগ নেই।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের বিশ্বাস, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার মাধ্যমে একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারা এখনো কোনো ভুল স্বীকার করেননি। বরং তারা জনগণকে উত্তেজিত করে চলেছেন।”

তিনি জানান, জাতির নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আপাতত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড স্থগিত থাকবে। এটিই আমাদের নেওয়া পদক্ষেপ।”

অধ্যাপক ইউনূসের মতে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এই সরকারের প্রধান দায়িত্ব। নির্বাচনের পরে কারও সঙ্গে ক্ষমতার ভাগাভাগি বা কোনো রাজনৈতিক লাভের চিন্তা একেবারেই নেই বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য, নতুন সরকারের অংশ নই: অধ্যাপক ইউনূস

আপডেট সময় ০৯:৫৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের কোনো অংশ হতে আগ্রহী নন। লন্ডনের চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নির্বাচন আয়োজন ও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে আমাদের কোনো ভূমিকাই নেই।”

বুধবার (১১ জুন) অনুষ্ঠিত ওই আলোচনায় এক সাংবাদিক জানতে চান নির্বাচনের পর তিনি বা উপদেষ্টা পরিষদের কেউ নতুন সরকারে কোনো পদ গ্রহণ করবেন কি না। উত্তরে ইউনূস বলেন, “কোনো উপায় নেই, একেবারেই না। আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউই তা চান না।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের কাজ হলো এমনভাবে নির্বাচন পরিচালনা ও ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, যাতে জনগণ সন্তুষ্ট থাকে। এটাই আমাদের প্রধান লক্ষ্য।”

আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, “যে সংগঠন তরুণদের হত্যা, গুম করে এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক থাকা স্বাভাবিক।”

তিনি আরও বলেন, “আপনি যদি প্রশ্ন করেন এটি আদৌ একটি রাজনৈতিক দল কি না, তাহলে সেটা একটি ন্যায্য বিতর্ক। আমি মনে করি, এই বিষয়ে দ্বিমত থাকার সুযোগ নেই।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের বিশ্বাস, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার মাধ্যমে একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। কিন্তু যারা পালিয়ে গেছেন, তারা এখনো কোনো ভুল স্বীকার করেননি। বরং তারা জনগণকে উত্তেজিত করে চলেছেন।”

তিনি জানান, জাতির নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আপাতত আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের সকল কর্মকাণ্ড স্থগিত থাকবে। এটিই আমাদের নেওয়া পদক্ষেপ।”

অধ্যাপক ইউনূসের মতে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই এই সরকারের প্রধান দায়িত্ব। নির্বাচনের পরে কারও সঙ্গে ক্ষমতার ভাগাভাগি বা কোনো রাজনৈতিক লাভের চিন্তা একেবারেই নেই বলেও জানান তিনি।