ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিকে শামীম অর্থ পাচার মামলায় খালাস, বা ১০ বছরের সাজা বাতিল চীনের নতুন যুদ্ধবিমান: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে এক জবাব আহত ফিলিস্তিনিদের জন্য দ্বীপে চিকিৎসাকেন্দ্র প্রস্তুত করছে ইন্দোনেশিয়া বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে ভ্রমণ সুবিধায় সমঝোতা স্মারক সাক্ষর ঝিনাইগাতীতে বাস পুকুরে উল্টে তিন মাসের শিশুর মৃত্যু, আহত অন্তত ২০ চালু হবে জাতীয় পুরস্কার,মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: ড. ইউনূস দ্রুত চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বেবিচক চেয়ারম্যানের আশ্বাস হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি নিউজিল্যান্ডের স্কোয়াডে বড় পরিবর্তন, তিন ক্রিকেটার ছিটকে

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ পুশ-ইনের শিকার ২০ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করা আরও ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৯ জুন) রাতে এই ঘটনা ঘটে।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে দুটি পৃথক সীমান্ত এলাকা থেকে এই ২০ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিয়মিত টহল দল ১৩ জনকে আটক করে। অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি থেকে বিজিবি আরও ৭ জনকে আটক করে।

বিজিবি জানায়, সোমবার রাতেই বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এনায়েতপুর সীমান্তে ২ জন নারী, ২ জন পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। আর চান্দুরিয়া সীমান্তে আটক হওয়া ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন নারী, ২ জন পুরুষ এবং ৩ জন শিশু।

আটক ব্যক্তিদের বিজিবি সদস্যরা নিরাপদ হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করে বিস্তারিত তথ্য জানাবে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

সীমান্তে পুশ-ইনের এই ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি মানবাধিকার ও আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের স্বার্থে এ ধরনের ঘটনা প্রতিরোধে উভয় দেশের মধ্যে কার্যকর আলোচনার প্রয়োজন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ পুশ-ইনের শিকার ২০ জন আটক

আপডেট সময় ১১:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইন করা আরও ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (৯ জুন) রাতে এই ঘটনা ঘটে।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে দুটি পৃথক সীমান্ত এলাকা থেকে এই ২০ জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দিনাজপুর জেলার বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) নিয়মিত টহল দল ১৩ জনকে আটক করে। অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া বিওপি থেকে বিজিবি আরও ৭ জনকে আটক করে।

বিজিবি জানায়, সোমবার রাতেই বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে এনায়েতপুর সীমান্তে ২ জন নারী, ২ জন পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। আর চান্দুরিয়া সীমান্তে আটক হওয়া ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন নারী, ২ জন পুরুষ এবং ৩ জন শিশু।

আটক ব্যক্তিদের বিজিবি সদস্যরা নিরাপদ হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের প্রকৃত পরিচয় ও নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করে বিস্তারিত তথ্য জানাবে বলে জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।

সীমান্তে পুশ-ইনের এই ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন, এটি মানবাধিকার ও আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন। সীমান্ত নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের স্বার্থে এ ধরনের ঘটনা প্রতিরোধে উভয় দেশের মধ্যে কার্যকর আলোচনার প্রয়োজন রয়েছে।