১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ নাবিকের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 134

ছবি সংগৃহীত

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ফিশিং ভেসেল থেকে পড়ে দুই নাবিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নাবিক হলেন জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তাঁরা দুজনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ‘এফভি সুরভি ১’ ও ‘এফভি সিহার্ট ১’ নামের দুটি মাছ ধরার জাহাজে কর্মরত ছিলেন নিহতরা। সোমবার রাতে এফভি সুরভি ১ জাহাজটি উপকূলে নোঙর করে রাখা ছিল এবং অন্য একটি জাহাজের মাধ্যমে সেটিকে নদীতে নামানোর প্রস্তুতি চলছিল।

বিজ্ঞাপন

ঘটনার সময় জাহাজ টেনে নেওয়ার জন্য ব্যবহৃত মোটা রশিটি হঠাৎ ছিঁড়ে যায়। এ সময় ভারসাম্য হারিয়ে জাহাজের সুকানি ও বাবুর্চি পানিতে পড়ে যান। দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও তাঁদের জীবিত পাওয়া সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি ফিশিং ভেসেল আরেকটি ভেসেলকে টেনে নদীতে নামানোর সময় আকস্মিকভাবে রশি ছিঁড়ে যায়। এতে দুই নাবিক পা পিছলে নদীতে পড়ে যান। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দুই কর্মঠ নাবিকের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও সহকর্মীদের মধ্যে। স্থানীয় জেলেদের মতে, নদীতে কাজের সময় নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

নদীপথে চলাচলকারী ও মৎস্য আহরণকারী জাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থার প্রতি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ নাবিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি ফিশিং ভেসেল থেকে পড়ে দুই নাবিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে নগরীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নাবিক হলেন জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তাঁরা দুজনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ‘এফভি সুরভি ১’ ও ‘এফভি সিহার্ট ১’ নামের দুটি মাছ ধরার জাহাজে কর্মরত ছিলেন নিহতরা। সোমবার রাতে এফভি সুরভি ১ জাহাজটি উপকূলে নোঙর করে রাখা ছিল এবং অন্য একটি জাহাজের মাধ্যমে সেটিকে নদীতে নামানোর প্রস্তুতি চলছিল।

বিজ্ঞাপন

ঘটনার সময় জাহাজ টেনে নেওয়ার জন্য ব্যবহৃত মোটা রশিটি হঠাৎ ছিঁড়ে যায়। এ সময় ভারসাম্য হারিয়ে জাহাজের সুকানি ও বাবুর্চি পানিতে পড়ে যান। দ্রুত উদ্ধার অভিযান চালানো হলেও তাঁদের জীবিত পাওয়া সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি ফিশিং ভেসেল আরেকটি ভেসেলকে টেনে নদীতে নামানোর সময় আকস্মিকভাবে রশি ছিঁড়ে যায়। এতে দুই নাবিক পা পিছলে নদীতে পড়ে যান। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দুই কর্মঠ নাবিকের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবার ও সহকর্মীদের মধ্যে। স্থানীয় জেলেদের মতে, নদীতে কাজের সময় নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব।

নদীপথে চলাচলকারী ও মৎস্য আহরণকারী জাহাজগুলোর নিরাপত্তা ব্যবস্থার প্রতি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।